বিক্ষিপ্ত চিত্রপট
তাঁর রিক্ততায় যে পূর্ণতা
সেখানে তোমার বাস।
তাঁর রঙধনুর বিবর্ণতা
সেটাই তোমার ত্রাস ।
তাঁর আলোকছটায় আঁধার ঘনায়,
সাঁঝের পূর্বাভাস ।
তাঁকে দেখতে গেলে অশ্রু ঝরে,
কেমন সর্বনাশ!
যদি ছন্দ ভেঙ্গে, ত্রস্ত পায়ে, অস্ত্র ফেলে যাও
তাঁর দুর্বিনীত অট্টহাসি, দেখবে তুমি তাও ।
তাঁকে আগলে রাখো, সামলে... বাকিটুকু পড়ুন
