শহীদ বনাম চেতনা!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাম ভাবেন আজবতো
ভাষার উপড় জোর-জবর !!
মানিনে তা মানবোনে
তারচে' বরং খোড় কবর।

বরকতেরো মেজাজ গরম
বলতে মানা মায়ের বুলি !!
শ্লোগানে তার গগন কাঁপে
মাররে তোরা শেল আর গুলি।

রফিক কহেন কেমন কথা ?
কেমন তাদের আক্কেল !!
জুলুমেরও নেই কি সীমা !!
ঐ সবে চল মেডিকেল।

শফির মাথায় খুন চেপেছে
জ্বলছে বুকে দ্রোহের আগুন;
মিছিলে তার প্রলয় নাচন
তারিখটা ঠিক ৮ই ফাগুন।

জব্বারও আজ ফোঁসছে রাগে
কিসের তোদের রংবাজি?
কাঁড়বি মোদের মায়ের ভাষা !!
জীবন দিতে ঠিক রাজী !!

এক এক করে খেলো গুলি
রাজপথ খুনে রাঙালো;
গর্জে উঠে বীর বাঙালী
মরন যে ঘুম ভাঙালো।

বাংলা মায়ের দামাল ছেলে
মরন সনে সখ্যরে;
লিখা হলো ইতিহাস
মায়ের ভাষার অক্ষরে।
শেষ কথাঃতারিখটা মনে রেখে
সবে মিলে ঘটা করে;
শহীদ মিনারে যাই
ফুলে ফুলে যায় ভরে।
ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ।
ইংলিশ ছাড়া যেনো
কথা মুখে রুচেনা;
হৃদয়ের দৈন্যতা
জাতির আজো ঘুচেনা !!!
কখনও কি ভেবেছি
শহীদেরা বড় দুখি;
বলিদান বৃথা যেনো
জাতি আজ ভীন মুখি।
হয়েছে কি তোমাদের !!!
এত কেনো উদাসীন !!!
শোধবেনা কভু বুঝি ???
শহীদের সেই ঋণ ???
মিনারেতে ফুল দেয়া
মোটে নয় ঋণ শোধ;
চেতনায় জেগে উঠো
মননে বাঙালী বোধ।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।
কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৫

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং গণমাধ্যমের ওপর আক্রমণ সেই স্বপ্নকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ এজ...
...বাকিটুকু পড়ুনরিকশাওয়ালাদের দেশে রাজনীতি
সবাই যখন ওসমান হাদিকে নিয়ে রিকশাওয়ালাদের মহাকাব্য শেয়ার করছে, তখন ভাবলাম—আমার অভিজ্ঞতাটাও দলিল হিসেবে রেখে যাই। ভবিষ্যতে কেউ যদি জানতে চায়, এই দেশটা কীভাবে চলে—তখন কাজে লাগবে।
রিকশায়... ...বাকিটুকু পড়ুন

অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট...
...বাকিটুকু পড়ুন
শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী...
...বাকিটুকু পড়ুন