
বড় কি হলিরে হাওয়ায় ভেসে
খেয়েছিলি শুধু ঘাস?
হীরকের দেশে স্বপ্ন সে দেখে
আকাশটা ছুঁতে চাস!
আকাশ সে ছুঁলি শ্যাষম্যাষ ঠিকি
স্বপ্নের টেনে রাশ;
কাঁদালিই মিছে দুখিনী মা'টারে
পিতার কাঁধের লাশ!
বোকাটা জানে না এখানে যত যা
অথর্বদেরই বাস;
বলাও যাবে না,শোনাও যাবে না
শুধু নেয়া যায় শ্বাস!
বোকাটা জানে না কনডেম সেলে
থাকেনা দরোজা-জানলা;
কয়েদী তোতার বলার নিয়ম
তালে তালে 'জয় বাংলা'।

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


