আমি ঘুম থেকে উঠে প্রতিদিন ভাবি আমার দিনটি কেমন যাবে? কিন্তু গত ১৫-২০দিন ধরে আমার দিনই একই রকম কাটছে-উৎকন্ঠায়...ভয়ে।
আমার দেশ কোথায় যাচ্ছে?
আমি বোশ কিছু লেখব না...হেলাল হাফিজ লিখে গেছেন......
ভোলায়া ভালায়া কথা দিয়ে আর কতাদন ঠগাইবেন মানুষ?
ভাবছেণ এহনো তাদের হয় নাই হুশ!
গোছায়া গাছায়া লন েবশিদিন পাইবেন না সময়
আলামত দেখতাছি মানুষের অইবই জয়।
কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়া জানাইছে ভাই
আইতাছি টাউন দেখতে একসাথে আমরা সবাই।
নগরের ধাপ্পাবাজ মানুষেরে কইয়ও রেডি হইতে
বেদম মাইরের মুখে কতক্ষণ পারব দাড়াইতে?
টিকিট ঘরের ছাদে দাড়াইয়া যখন যা খুশি কন
কোনদিন খোজ লইছেন গ্রামের লোকের সোজা মন
কি কি চায় কয়বেলা খায় আর কয়বেলা নাখায়া কাটায়।
রাত অইলে অমুক ভবনে বেশ আনাগোনা খুব কানাকানি...
আমিও গেরাইমা পোলা চুতমারানি গাইল দেবার জানি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




