
এক)
বথ্যাতুর হৃদয় শান্তির ছুঁয়া পায় না,
অশান্তি কভু শান্তিকে ছুঁতে পারে না,
শান্তি হলো প্রভুর দয়া, কৃপা এবং করুণা,
শান্তিপ্রাপ্ত আত্মা পরিতৃপ্ত হয়ে পায় সান্ত্বনা।
দুই)
দমে নাম দমে দাম দমেদমে লীলা,
শমদমে নাম জপলে শুরু হয় অবলীলা।
দম ফুরালে সাঙ্গ হবে দমবাজের ভবলীলা,
প্রলয়ংকর শিঙার সুরে শুরু হবে ধ্বংসলীলা।
তিন)
রক্তে লাল হলো হাভাতে জেলের জাল,
পালে জ্বলে সূর্য, নির্লোভের লোভ হয়েছে কাল,
চুল্লিতে নেই আগুন, তবুও মা হাঁড়িতে দেয় জ্বাল,
শিশুরা কাঁদে ভুখে, মহাজনরা মজুত করে চাল।
চার)
আজীবন রাখলাম তারে বুকের ভিতর সমাদরে,
নিদানে বললাম তারে উরে থাকো যেয় না দূরে,
ভালোবাসাবাসি করলাম ভালো বাসা ভাড়া করে,
মায়ার টান ছিড়ে উড়লে আমি একলা যাব কবরে।
বৃত্তে বৃত্তান্ত থেকে
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


