
‘পরশ্রীকাতরতা’
বৃষ্টিতে নাকি বিষ আছে, বাষ্পে থাকে শিলা,
জল নাকি বিষাক্ত হচ্ছে, বাতাস নাকি দূষিত,
মানুষ কৃত্রিম হাসি হাসতে শিখেছে,
অত্যন্ত সুন্দর মানুষরা মনের ভিতর হিংসা পোষে,
কাতরদৃষ্টে তাকালে পরশ্রীকাতরতা দেখতে পাই।
'ইতিহাস'
রক্ত এবং চোখের জলে ইতিহাস লিখা হয়েছিল,
অসহায়ের আর্তনাদে নৈতিক দৃশ্যপট কি পরিবর্তন হয়েছে?
পৃথিবীর অভ্যন্তরের খবরাখবর মন জানতে চায়,
নিষ্পাপের অভিশাপে অন্ধকারাচ্ছন্ন হয়েছে পরিবেশ,
ইষ্টমন্ত্রে পাপ-শাপ মোচন হলে সত্বর হবে সুখসমৃদ্ধির সূর্যোদয়।
‘জীবনের বারবেলা’
জীবন চলার পথে অনেক পথিক নিজের অজান্তে পথভ্রষ্ট হয়,
অনেক পথ, গন্তব্য একটা, কোন পথ সহজ হবে তা ভেবে ভাবুক,
ভোরে সূর্য ওঠেছিল, খুব সুন্দর ছিল প্রকৃতি,
সূর্য যত উপরে উঠেছিল পায়ের নিচের মাটি তত গরম হয়েছিল
রোদে চর্বি পুড়ে ঘাম হয়ে বেরোয়, টানাটানি করে চলা সত্যি কষ্টসাধ্য।
‘কবি যোগী হয়’
প্রথম লাইন লিখার পর দ্বিতীয় লাইনের জন্য সাধনা করতে হয়,
কখনো কখনো যুগের পর যুগ চলে যায়,
কবি যোগী হয়, হয় আত্মার বিয়োগ, তবুও কবিতা শেষ হয় না।
যুগোপযোগী হতে হলে যুগের পর যুগ যোগসাধনা করতে হয়,
কয়েক হায়ন সাধনা করার পরেও অনেক কবিতা অসমাপ্ত থাকে।
বৃত্তে বৃত্তান্ত থেকে
© Mohammed Abdulhaque
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


