আমাদের ছোট ছাগু
রবিঠাকুর ফিচারিং আখতারুজ্জামান আজাদ
আমাদের ছোট ছাগু চলে পেজে পেজে,
বারোমাসজুড়ে থাকে মওলানা সেজে।
রাতদিন খায় পাতা, ছাগলের ধাড়ি;
দুই ঘাড় ত্যাড়া তার, ছাগু-ছাগু দাড়ি!
ম্যাতকার করে দেয় জান কোরবান,
নিজামির হাম্মামে ওরা গেলমান।
পেজে পেজে চটি জোকে কষে দেয় লাইক,
খিঁচে এসে নসিহতে ভেঙে ফেলে মাইক!
সকালে-বিকালে খিঁচাখিঁচি হলে পরে,
মেয়েদের ওয়ালে তারা হাতে-পায়ে ধরে।
ইনবক্স-চ্যাটরুমে পেয়ে মাঠ ফাঁকা,
বলে -- মোর অ্যাকাউন্টে দিও কিছু টাকা।
ল্যাপটপ কিনিবার মোর বড় সাধ,
ল্যাপটপে নয়া জোশে করিব জিহাদ!
দলে দলে পোন্দানি খাইবার কালে,
কেতাবের ফানি বাণী অকাতরে ঢালে।
ফেসবুকে ছাইয়া, ব্লগে ভুয়া নিক;
কষিয়া জিকিরও করে, এক্স দেখে ঠিক!
ফেসবুকে নাওয়া-খাওয়া, ফেসবুকে হাগু;
এইভাবে জেঁকে থাকে ঝাঁকে ঝাঁকে ছাগু!
২৭ মে ২০১২