
জীবনের ক্ষণে ক্ষণে চলছে মহাপ্রলয়,
বার,বার প্রলয়ের আঘাতে আহত...
অজস্র মাইল দূর হতে,বহুদূরে!
রাত যত গভীর হয়,
পার্থিব জগৎটাকে তত অপার্থিব মনে হয়।
আজও প্রাপ্তির খাতাটা অপ্রাপ্তিতে পরে থাকার
শূন্যতার পূর্ন অনূভুতি নিয়ে
নিরব এক অার্তনাদে__;
জীবন সমীকরণের ধূসর পান্ডুলিপিতে
লেখা আছে তাতে কিছু কষ্টের আর বেদনার ইতিহাস।
হাসি আর কান্নার যোগফলই জীবন,
এ জীবনে কে কতটাই বা সুখী হয়?
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




