নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি পবিত্র কুরবানীর সামর্থ্য রাখে অথচ পবিত্র কুরবানী করে না সে যেনো আমাদের ঈদগাহের কাছেও না আসে।”
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ আছে, ‘ইয়াওমুন নহর অর্থাৎ পবিত্র কুরবানীর দিনসমূহে আদম সন্তান যতো নেক কাজ করে তন্মধ্যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে- পবিত্র কুরবানীর পশু যবেহ করা।’ সুবহানাল্লাহ!
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সরকার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২০ অক্টোবর থেকে হাটগুলোতে পশু বিক্রি করার অনুমতি প্রদান করেছে। দুই অংশ মিলে মোট ২০টি পশুর হাট বসছে এবার রাজধানীতে।
কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে, পবিত্র কুরবানী পশুর হাটগুলোতে মাইক লাগিয়ে নিরবচ্ছিন্নভাবে উচ্চস্বরে গান-বাজনা করা হয়। প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ায় পবিত্র কুরবানী পশুকে নিয়ে অনেক ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়। এমনকি অনেক তাচ্ছিল্য ও অবজ্ঞামূলক তথা উপহাসমূলক মন্তব্যও করা হয়। নাঊযুবিল্লাহ!
কিন্তু এগুলো যে পবিত্র কুরবানীর আদর্শ, ধারণা ও চেতনার চরম খিলাফ সর্বোপরি পবিত্র কুরআন শরীফ উনার ও পবিত্র হাদীছ শরীফ উনাদের খেলাফ তা একবারও কেউ ভেবে দেখে না। দেখা যাচ্ছে, একটা ওয়াজিব পালন করতে গিয়ে মানুষ হাজার হাজার কবীরা গুনাহতে গুনাহগার হচ্ছে। নাঊযুবিল্লাহ!
তবে মুসলমানগণ যেন স্মরণ রাখে ‘ঈদ’ অর্থ খুশি। আর এই খুশি প্রকাশ করার নামে হৈ-হুল্লোড়, অশ্লীল পোশাক, অশ্লীল আনন্দ যেমন গান-বাজনা, সিনেমা-নাটক, টিভি চ্যানেল, বেপর্দা-বেহায়াপনা ইত্যাদি করার নাম নয়, বরং ঈদ হচ্ছে সম্পূর্ণই ধর্মীয় তথা পবিত্র উৎসব। সুতরাং ইসলামী শরীয়ত উনার বিরোধী সর্বপ্রকার কাজ পরিহার করা সমস্ত মুসলমানগণের জন্যই ফরয-ওয়াজিব। পাশাপাশি সরকারকেও তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ সরকারের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- মুসলমানগণের জন্য ইসলামী শরীয়ত উনার তর্জ-তরীক্বা মুতাবিক পবিত্র ঈদ ও পবিত্র কুরবানী পালন করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা ইসলামী শরীয়ত উনার খেলাফ সমস্ত কর্মকা- বন্ধ করে দেয়া।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “কোন ব্যক্তি মু’মিন বা মুসলমান হতে পারবে না; যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যা এনেছি (কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ) তার অনুগত না হবে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



