কাফির-মুশরিক, ইহুদি, নাছারা, হিন্দু, বৌদ্ধ তারা নানাভাবে মুসলমানদের ক্ষতি করতে চায়। তারা নানা কৌশলে মুসলমানদের ঈমান, আমল ধ্বংস করে মুসলমানদের জাহান্নামী বানাতে চায়। তারা কিছু সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করে যাচ্ছে। তাহলো-
ছবি: ছবি কাফির-মুশরিকদের একটি অন্যতম ষড়যন্ত্র। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “প্রত্যেক ছবি তুলনেওয়ালা জাহান্নামী এবং ক্বিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে যারা ছবি তুলে তাদের।” কিন্তু কাফির-মুশরিকরা নানা প্রকার আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি জায়গায় মুসলমানদের দ্বারা ছবি তুলিয়ে মুসলমানদের জাহান্নামী করার চেষ্টা করে যাচ্ছে। নাঊযুবিল্লাহ!
গান বাজনা: কাফির-মুশরিকদের আরেকটি সূক্ষ্ম ষড়যন্ত্র হলো গান ও বাজনা। গান ও বাজনা অন্তরে নিফাকী সৃষ্টি করে; যা ঈমান- আমল নষ্টের অন্যতম কারণ। কিন্তু কাফির-মুশরিকরা বিভিন্ন কৌশলে মুসলমানদের গান ও বাজনা শুনিয়ে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করে মুসলমানদের জাহান্নামী করার অপচেষ্টা করে যাচ্ছে।
বেপর্দা: বেপর্দাও কাফির-মুশরিকদের আরেকটি ষড়যন্ত্র। বেহেশতের দরজায় লিখা আছে, “দাইয়্যূস জান্নাতে প্রবেশ করতে পারবে না।” দাইয়্যূস হলো- সে ব্যক্তি যে নিজে পর্দা করে না ও তার অধীনস্থদের পর্দা করায় না। কিন্তুু কাফির-মুশরিকরা বিভিন্নভাবে মুসলমানদের বেপর্দা করিয়ে মুসলমানদের জান্নাত থেকে সরিয়ে জাহান্নামী করে যাচ্ছে।
টিভি ও চ্যানেল: টিভি চ্যানেল কাফির-মুশরিকদের আরেকটি সূক্ষ্ম ষড়যন্ত্র। টিভি চ্যানেল বেপর্দারও অন্যতম কারণ। বর্তমানে মুসলমান নারী ও পুরুষরা টিভি চ্যানেলে প্রোগ্রাম করার মাধ্যমে এবং সেই সকল প্রোগ্রাম দেখার মাধ্যমে বেপর্দা হয়ে যাচ্ছে। যা জাহান্নামী হওয়ার কারণ।
খেলাধুলা: খেলাধুলা দেখা ও খেলাধুলা করা হারামের অন্তর্ভুক্ত। কাফির-মুশরিকরা নানা কৌশলে মুসলমানদের দ্বারা খেলাধুলা করিয়ে থাকে বা দেখিয়ে থাকে। যা জাহান্নামী হওয়ার কারণ।
কাফির-মুশরিকদের পোশাক: কাফির-মুশরিকদের আরেকটি সূক্ষ্ম ষড়যন্ত্র হলো তাদের পোশাক। যেমন স্যুট, কোট, টাই, প্যান্ট, শার্ট ইত্যাদি। কাফির-মুশরিকরা এ সকল পোশাক মুসলমানদের দ্বারা পরিয়ে মুসলমানদেকে তাদের দিকে আকৃষ্ট করে যাচ্ছে এবং পবিত্র দ্বীন ইসলাম উনার থেকে মুসলমানদের দূরে রাখছে। অপরদিকে কাফির-মুশরিকদের অনুসরণ ও অনুকরণ করা হারাম। তাহলে দেখা যাচ্ছে যে, কাফির-মুশরিকরা তাদের পোশাক মুসলমানদের দ্বারা পরিয়ে মুসলমানদের হারাম কাজ করাচ্ছে, যা জাহান্নামী হওয়ার অন্যতম কারণ।
রিংটোন: মোবাইলফোনের রিংটোন কাফির-মুশরিকদের আরেকটি ষড়যন্ত্র। তারা মোবাইল ফোনের রিংটোন বিভিন্ন গানের সুরে দিয়ে থাকে; যা হারাম। তারা এ হারাম কাজ মুসলমানদের দ্বারা করিয়ে মুসলমানদের জাহান্নামী করে যাচ্ছে।
চেয়ার-টেবিল: চেয়ার-টেবিল কাফির-মুশরিকদের আরেকটি সূক্ষ্ম ষড়যন্ত্র। কারণ চেয়ার টেবিলে বসে খাওয়া বিদয়াত। তারা চেয়ার-টেবিলের প্রচলন মুসলমানদের মধ্যে চালু করে একদিকে সুন্নত থেকে বিরত রাখছে, অপরদিকে মুসলমানদের দ্বারা বিদআত কাজ করিয়ে যাচ্ছে; যা জাহান্নামী হওয়ার কারণ।
সুতরাং, মুসলমানদেরকে কাফির-মুশরিক, ইহুদী, নাছারা, হিন্দু, বৌদ্ধদের এ সকল সূক্ষ্ম ষড়যন্ত্র থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহওয়ালা, আল্লাহওয়ালী হতে হবে। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



