পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির সভাপতি নূরুল আমিন এদিন জামাতপ্রধান মাওলানা মওদুদীর সঙ্গে দলের সদর দফতরে দীর্ঘ বৈঠকে মিলিত হয়। মওদুদীর সঙ্গে বৈঠক শেষে নূরুল আমিন ঘোষণা করে যে, দেশের সবকটি দক্ষিণপন্থী দল মৈত্রী জোট গঠনে সম্মত হয়েছে। জোট গঠনের ব্যাপারে শিগগিরই সম্মিলিত ঘোষণা দেয়া হবে। জোট গঠনের বিষয় নিয়ে সে কাউন্সিল মুসলিম লীগ প্রেসিডেন্ট মিয়া মমতাজ দৌলতানার সঙ্গেও আলোচনা করে।
মানিকগঞ্জে এদিন জামাতের অফিস উদ্বোধন করা হয় এবং মৌলভী গওহার উদ্দিন আহমদ, মীর ইউসুফ আলী জামাত কর্মীদেরকে রাজাকার ও আল-বাদর বাহিনীর নেতৃত্ব হাতে নিয়ে শত্রুর (মুক্তিযোদ্ধাদের) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেয়।
জাতীয় পরিষদের উপ-নির্বাচনে ৭৮টি আসনের মধ্যে ৫৮ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে এদিন জানা যায়। বাকি ২০টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
ধর্মব্যবসায়ী জামাতে মওদুদীর মুখপত্র দৈনিক সংগ্রামে এদিন দেশের দুরবস্থা, ধ্বংসাত্মক কার্যকলাপ, লুটপাট, হত্যার দায়ভার মুক্তিযোদ্ধাদের উপর চাপিয়ে দিয়ে উপ-সম্পদকীয় প্রকাশিত হয়। নিবন্ধে ২৫ মার্চের পূর্বের অবস্থাকে অত্যন্ত দুর্বিষহ হিসেবে উল্লেখ করে বলা হয়, সেনাবাহিনী হস্তক্ষেপ করার ফলে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসলেও আবার দুষ্কৃতকারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। নিবন্ধে গোয়েন্দা বিভাগ এবং সরকারি কর্মচারীদের দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করে দৃষ্কৃতকারীদের খুঁজে বের করার দায়িত্ব রাজাকার আল-বাদরদের নেবার সুপারিশ করা হয়। গাইবান্ধায় ‘শান্তিভবন’ নাম দিয়ে তথাকথিত আত্মসমপর্ণ কেন্দ্র খোলা হয়েছে বলে প্রচার করে পক শাসকগোষ্ঠী।
(তথ্যসূত্র: দৈনিক পূর্বদেশ, ধর্মব্যবসায়ী জামাতে মওদুদীর মুখপত্র দৈনিক সংগ্রাম, পাকিস্তান ৮, ৯, ১০ নভেম্বর ১৯৭১ ঈসায়ী।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



