দল তৈরি করার জন্য বাংলাদেশে কি আলেমের অভাব পরেছে যে আফগান ফেরত তালেবান নেতাদের নিয়ে হেফাজত প্রতিস্ঠা করতে হবে?
উইকিলিকসের নথি, বিভিন্ন দেশের এসপিওনাজ এজেন্টদের রিপোর্ট, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্রের বিভিন্ন গবেষণাধর্মী আর্টিকেল, ইহুদীদের প্রটোকল "প্রটোকল অফ জিউস হান্ড্রেড ইয়ারস" এ প্রয়োগযোগ্য কৌশল ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যা প্রমাণিত হয় -
১. ওসামা বিন লাদেন সি আই এ-র তৈরি এবং তাকে উদ্দেশ্য করেই আফগানিস্তান দখন করে সামাজ্যবাদী আমেরিকা যার সুবিধা নেয় সি আই এ।
২. সাদ্দাম বার্থ পার্টির প্রথম সারির নেতা ছিলেন। বার্থ পার্টি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক নীতিতে বিশ্বাসী। সাদ্দামকে সি আই এ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তৈরি করেছিল। তার মাধ্যমেই ইরাকের খনিজ সম্পদ দখল নেয় আমেরিকা। মাখনের ভাগটি নেয় আবারো সি আই এ। আর সি আই এ পরিচালিত হয় ইহুদীদের দ্বারা।
৩. সি আই এর গোপন নথি থেকে জানা যায় তুরস্কের হাসানও সি আই এ-র কাজ উদ্ধারে ব্যবহৃত হয়েছিলেন। ইহুদীদের অঢেল সম্পদের নেপথ্যেও সি আই এ।
লিখতে থাকলে সি আই এ-র এ ধরণের কুটকৈশল বের হতেই থাকবে। কতগুলো হয়তো প্রকাশ পেয়েছে। কিছু আছে যেগুলো প্রকাশ পায়নি হয়তোবা পাবেও না কখনো।
এ সত্যগুলো সবাইযে মানতে পারবেন, তা না। মোটা মাথা, জ্ঞান প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, একচোখা সব সমাজেই থাকে। শিক্ষিত সমাজও ব্যতিক্রম না।
তর্কে বহুদূর, তাই তর্কে যাব না। যারা এই সত্যগুলোকে মানতে চাইবেন না তারা পোস্ট থেকে এখনই বের হয়ে যেতে পারেন। আপনাদের সাথে তর্ক করার ইচ্ছে আমার নেই।
মূল প্রসঙ্গ-
হাসিনা তার পুত্র জয় দূর্নীতিবাজ, স্বার্থছাড়া কিছু বুঝে না - মানলাম;
খালেদা তার পুত্ররা দূর্নীতিবাজ, স্বার্থছাড়া কিছু বুঝে না - তাও মানলাম।
কিন্তু তারা দেশকে সুপ্রিম পাওয়ার আমেরিকার রোষানলে ফেলার চেস্টা করেছে কিংবা করছে - এটা মানি না। আমেরিকা ভাল-খারাপ যাই হোক তারা কুমির। জলে কুমিরের রাজত্ব স্বাভাবিক। তার সাথে শত্রুতা ধ্বংসাত্নক। বাংলাদেশে সবচেয়ে গুছানো সন্ত্রাসী সংগঠন শিবির হরতালের দিন আমেরিকান এম্বেসীর গাড়ি ভেঙ্গে মাফ পর্যন্ত চেয়েছে। জরিমানাও সেদেছে।
আল্লামা শফি প্রসঙ্গ।
কি চান তিনি? এতদিন কোথায় ছিলেন ? হঠাৎ করেই ইসলামের প্রতি এত টান আসলো কোথা থেকে ? এই ইসলামের টান আগে কোথায় ছিল ? দেখাননি কেন? দল তৈরি করার জন্য বাংলাদেশে কি আলেমের অভাব পরেছে যে আফগান ফেরত তালেবান নেতাদের নিয়ে হেফাজত প্রতিস্ঠা করতে হয়? এর উদ্দেশ্য কি হতে পারে ? আমি যদি বলি তালেবানরাই মূলত কলকাঠি নাড়ছে এটা কি যৌক্তিকভাবে মিথ্যা হবে ?
শেষ কথা - আল্লামা শফি তালেবানী শাষন প্রতিষ্ঠা করা মানে রক্ত দিয়ে কেনা এই বাংলাকে আফগানিস্তানের পরিনতি ঘটাতে বাধ্য করা। আমেরিকার একটি টেবলেট বোম্ব লাগবে বাংলাকে পাউডার বানাতে। আল্লামা শফিকে দিয়ে আফগানী তালেবান নেতারা এই কাজটি করিয়ে নিচ্ছে।
আল্লামা শফি বাংলাকে ভালুবাসুন। তালেবানদের ঘৃনা করুন।
সময়ের এক ফোড়, অসময়ের দশ ফোড় ............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



