লঞ্চের ডেকটা যখন পেলাম নিরালা, ঠিক তখনই তুমি ডুব দিলে কেবিনের গাঢ় নি:সঙ্গতায়
আমার সঙ্গে রইলো শুধু ধলপহর সময় আর ছলছলাত গতি
তোমার আব্রুর রঙ ছিলো গোলাপি
যদিও গোলাপের মাঝে আমি খুজে পাইনা নতুন সৌরভ
লবনাক্ত মরুবাসি কোন আরব যেমন বোঝেনা তিক্ত জলের বিস্বাদ
তবুও শুকে দেখতে চেয়েছিলাম
তাহলে কি তোমার মাঝে আরো কিছু ছিলো
আর তাই তুমি আমার কাছে হয়ে গেলে গোলাপের থেকেও বেশি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



