আজ সারাদিন ইঁদুর বিড়ালের মত লুকোচুরি খেলা হল আমাদের। যখন মায়াবী অনলাইনে তখন আমি অফ লাইনে। যখন আমি ম্যাসেজ দিচ্ছি, তখন সে আউট অফ নেটওয়ার্ক। শেষে বিরক্ত হয়ে দুপুরে ঘুমালাম। বিকেলে ম্যাসেজ দিলাম, ফোনকল দিলাম, কিন্তু কোন খবর নেই। শেষমেষ সন্ধ্যায় পেলাম। অনেক ভালবাসাবাসি হলো। সুন্দর সময় সহজে আসে না। সুন্দর কথোপকোথন সহজে ভূমিষ্ট হয় না। তাই আজকের কথাও এখানে নোট রাখলাম।
# চিহ্ন মানে মায়াবীর কথা আর কপালকুন্ডের কথা মানে @ চিহ্ন দিয়ে শুরু...

# .
@ কি করো?
#কিছু না...
@ আমি তো তোমাকে মিস করি।
.
.
আছো? মন খারাপ করছো এই সকাল থেকে বিকেল পর্যন্ত 'নাই' হয়ে ছিলাম তাই? কাল থেকে আবার আগের মত Regular হয়ে যাব net এ। মানে সকাল ৭ টা থেকে যখন তখন নেটে পাবা। External Hard disk নিয়ে কাজ করলাম এই কয়দিন। Hard disk ল্যাপটপে লাগানো থাকলে net অফ রাখি। সাইবার এ্যাটাক এড়াতে।
সেদিন তোমার পিক দেখার পরে দাড়ি সেভ করছিলাম গতকাল। আজ প্লান ছিল চুল কাটতে যাওয়ার। কিন্তু হলো না। ৪ মাস পর আজ গোসল দিলাম। সামনের কিছু দিন আর গোসল দিবো না ভাবছি। পলেথিন দিয়ে মুড়িয়েছিলাম, তাও দেখলাম স্টিকের ফুটার পাশ দিয়ে ভেতরে পানি ঢুকতেছে। এভাবে ঢুকলে সামনে আবার ইনফেকশন হবে। রিস্ক নিতে চাই না।
কই গো?
.
মনে হচ্ছে এই টেক্সট গুলা পড়ার আর সুযোগ হবে না, তার আগেই ডিলিট মারতে হবে তোমার।
# পরলাম... বাচ্চারা সাথেই ... তাই একটু প্রবলেম হচ্ছে।
@ ওকে...অফ থাকো তাইলে...
#একটুপর আসতেছি নেটে...
@ ওকে...
#নবীনা গেছে?
@হুমম...
.
ফ্রি হইছো?
# সিমের সকালের ম্যাসেজ বিকালে দেখলাম।
@দারুন... চলবে... কারন তাও তো দেখছো...
# কথা বলতে পারব না, ম্যাসেজ দিতে পারব এখন।
@ তাও চলবে। কথা গুলোই ম্যাসেজ করে পাঠাও। সাথে এক মুঠো ভালবাসা।
#হুম... কি আর করা।
@ আরও করতে চাইলে... এক চিমটি রাগ + এক চিমটি আদরও পাঠাতে পারো।
#মন টা আজ কেন যেন খুব খারাপ গেল।
@ঘুম থেকে ওঠার পর থেকেই নাকি কোন কারনে?
#সকাল থেকেই। কেমন যেন লাগতেছে।
@যখন মন খারাপ হবে... আমার সাথে শেয়ার করবা... দেখবা কিছুটা ভাল লাগছে। মেষ যেমন বৃষ্টি ঝড়িয়ে হালকা হয়, মানুষের মনও শেয়ার করলে, কাঁদলে হালকা হয়।
#তোমাকেই তো পেলাম না সারাদিন।
@হুমম..
#কিছু করিনি আজ...
@ইদানিং আমারও তো কেমন যেন লাগে সব সময়ই ...
#কিছু পেপারস রেডি করতে হবে জরুরি ভিত্তিতে..
@অফিসের?
#হুম... তার করিনি... কাল সকালেই লাগবে।
@মাথা ঠান্ডা করে নাও আগে... ৩০ মিনিটের কাজ ২০ মিনিটে হবে ইনশাল্লাহ।
#হচ্ছেই না...অনেক ট্রাই করছি।
@আমার সাথে কথা বলা শেষে শুরু কইরো।
#হুম..
@ কত গুলো? কোন ড্রাফট আছে? আমি হেল্প করি...?
# বেশি না... ৪ পেজ... শুধু কালকের জন্য। কিন্তু কিছুই নাই... সব লিখতে হবে।
@তাইলে তো সারা রাতও লাগতে পারে। এক রাতে পারব?
# Cool হইলে পারব। ৩ ঘন্টা মত লাগবে...
@ বলো কি করে Cool করে দিব?
#কারন জানলে তো আমিই করতাম।
@এহ... বলছে... এত সহজ?
#এরকম কখনও হয়নি।
@ ধরো কারনটা আমি... আমাকে না পেলে তোমার মাথা ঠান্ডা হবে? কেউ প্রেশারাইজ করতেছে? বা সামনে কোন ইভেন্ট আছে?
#তা আছে। অর্পিতার বিয়ে...
@ আর?
# মেয়েটার নাচের Program Cancel করলাম।
@ Over Lapping হইছিল?
#হুম..
@তোমার নানা বাড়ির সবাই কি বিয়েতে আসবে?
#হুম..
@ এখন বুজলাম, কেন তোমার Absent Mind Trigger চাপছে? সেটার সাইড ইফেক্টে মন খারাপ। মাথা cool হচ্ছে না। মন বসতেেছে না।
# কি সেটা?
@ ঐ যে Dance Program Cancel করতে হল... তাই। তোমার ফেসবুকে বোকা মায়ের বোক মেয়ে রিলসটার সাথে কিছুটা মিলে যায়। অনেক আশায় ছিলা ময়েকে পপুলার বানাবা, স্মার্ট করে গড়ে তুলবা।
# আচ্ছা... ঐ পোস্টটায় হাসির কিছু আছে?
@হাসির রিআ্যাক্ট দিচ্ছে মানুষ? আমি খুব মন দিয়ে ডায়ালগগুলা শুনছি। যে সেন্সে লিখছে সেটা অনেক গভীর কিন্তু যারা পুরোপুরি শোনেনি তাদের কাছে সেন্সটা অলাদা...
ঐ ভিডিওর বিপরীতে অন্য একটা ভিডিও আছে। সেখানে মূল কথা হল: যে মেয়ের মা অতি চালাক, সে মেয়ের বেশি হয় তালাক। আরও কি কি গালাগালি টাইপের ভিডিও আছে... আমার দেখার রুচি হয়নি। কিন্তু বাস্তবে তো কিছু তো ঘটছে তাই বাজে ভিডিও চলে। তোমার টা ভাল...তুমি মন খারাপ কইরো না... মানুষ বলবেই...যার জীবন তার সম্পদ... যার ব্যাথা, সেই বোঝে। Upset হইয়ো না... আমি আছি না তোমার পাশে? সব সময় support দিয়ে যাব... ভুল করলে/বিপদে হবে দেখলে সাবধান করব... এতো টুকুই। হয়ত মন খারাপ হবে তোমার, ভুল বুজতে পারো... হোক, তাতে কি।
.
অর্পিতার Event কম Important না... সেখানে অনেক শেখার আছে। Dance perform করতে পারবে। আত্মীয়দের ভেতরে ওর ইমেজ টা অনেক রিচ হবে। বিয়ের অনুষ্ঠানের জন্যে ওকে কয়েকটা Dance ready বল, বাসায় Practice করুক।
#এহ...
@রিলেটিভদের সাথে intimacy কি করে করতে হয়, শিখবে। একই বয়সের বাচ্চাদের মধ্যে সে লিডার লিডার ভাব মারে কি না সেটাও দেখার ব্যাপার আছে। এসব থেকে অনেক কিছু বোঝা যাবে... ওর Future নিয়ে।
#নাহ... ওভাবে নাচতে দিব না।
@কেন? Logic টা কি?
# ওকে তো সব জায়গায় নাচতে দেই না।
@ I appreciate it.
# স্যারের কত Program হয়... stage show তে ডাকে but আমি ওসবে দেই না।
@ আমার মনের মত কাজ করছ। নিজের মেয়ে হলেও দিতাম না। আচ্ছা ঠিক আছে... ফেমিলিতে অনেক issue থাকে। যদি Negative image create হয়, বিয়েতে নাচতে দিও না। বাইরের মানুষের চেয়ে নিজেদের মানুষ কথা শোনালে বেশি খারাপ লাগে।

.
চা খাইছো? আমার চা আসছে তোমার সাথে কথা শুরুর আগে। তোমাকে বলবো মনেই নেই।
# না খাইনি।
@ তোমার সাথে কথা বলতে ধরলে আমার বাকি দুনিয়া Less important হয়ে যায়। এই যে এত কিছু আমার সাথে Share করলে, দেখবা একটু পর হালকা হালকা লাগবে।
.
চা বানাও। এর মাঝে আমি একটা সুন্দর ম্যাসেজ দিচ্ছি... মন আরও ভাল হয়ে যাবে। স্ক্রিনসট নিয়ে রেখো যদি মনের মধ্যে তুফান ওঠে... । তুফান তোলার মত অতবড় লেখক আমি না... তারপরেও নিজের ঢোল তো নিজেকেই পেটাতে হয়... না হলে অন্য কেউ পেটালে ফেটে ফেলবে...
.
.
#আমার মেয়ে লেখা শিখতেছে।
@ বাংলা না ইংলিশ?
# বাংলা...
@ Typing শেখার জন্যে আগে ইংলিশ দিলে ভাল হত। আচ্ছা হোক... ওর যেটা মন চায় শিখুক।
.
চোখ বন্ধওওওও... ৩ তারিখের কবিতা আবার Again পুন:রায় Repeat দিচ্ছি। সেদিন তো ধুম করে ব্লক মারছো। সেন্ড করার পর আর গেল না। বাসীটা এখন গেলো...

#
@ এবার সেদিনের আদর চাইলে যেটা দিছিলাম, সেটা। একটু আপডেট করছি, যাতে এলোমেলো না শোনায়। চা খেতে খেতে পইরো কিন্তু। ধীরে ধীরে পইরো। শুধু রিডিং পড়লে মাথায় ঢুকবে, মনে ঢুকবে না।
#আচ্ছা দাও...

@এখন কি মন ছুয়ে গেল? নাকি শরীর টাও ছুয়ে গেল? আমি কিন্তু এমনি... এর চেয়ে ভাল করে নিজের সবটুকু তুলে ধরতে পারি না। এরপর চা খাওয়া হলে, পেপারস রেডি করতে বসো।
#কি যে হলো বোঝানো যাবে না। চা তো বানাইনি।
@ 'তু' আসবে হয়ত... তোমাকে আনমোনা দেখলে সন্দেহ করবে... খ্যাচ খ্যাচ করবে । তখন মাথা আরও আওলে যাবে।
#আজ এমনিই হবে।
@কেন?
# মনটা এমনিতেই উদাস। তারউপর এতো সুন্দর ম্যাসেজ।
@তাইলে আমি থার্ড পারসন সিংগুলার নাম্বার।
#ওহ... তাই মনে হলো?
@তোমার জীবনে সেটা বুঝাইনি। আজকের মন উদাসের পেছনের কারন যেটা আমি সেখানে মেইন কেউ না...সেটা বুঝাতে লিখছি।
# ফুল ১ মিনিট নিয়ে পরছি প্রথমবার। তারপর আবার ৩০ সেকেন্ড ধরে।
@ হুম...
# সেভ করতে পারতেছি না ম্যাসেজ টা। মানে সেভ হচ্ছে দেখাচ্ছে কিন্তু কই যে সেভ হলো বুঝতেছি না।
@ File manger icon খুঁজে ক্লিক করো। সেখান থেকে Download অপশন খুজে বের করো। সেখানেই সেভ করা ফাইল পাবা।
#আমার মাথায় অত কিছু থাকবে না।
@ যেখানে ডট সেখানে ১-৩ মিনিট গ্যাপ সেন্স টা ফিল করার জন্যে...
# ওহ ...কেউ আছে আশে পাশে?
@আছেই তো... আমার স্বপ্নের রানি... মায়াবী, My soulmate.
#হুম... আর কেউ?
@না...
# ১ মিনিট ভিডিও কল দেই? কথা বলবানা, শুধ দেখে কেটে দিব।
@ওকে...
# (V-call)
@ হাসলে এখনও যা মিষ্টি লাগে... সেই নাইন্টি নাইনের স্টাইল।
# Miss You...
@ Miss You tooooooooooooooooo... অনেক দিন Love You বলো না।
#হুম...বলা হয়নি।
@১৩ সেকেন্ডের ভিডিও কল... তাও হুট করে কাটলা। কাটার আগে কি করতেছিলাম, খেয়াল করছো?
#না। একটু মনটা শান্ত হল।
@ কি এমন কথা বললাম... কিন্তু মনটা চনমনে হয়ে গেল, সব কিছুই ভাললাগছে।
#আজ বাই দেই। অনেক লিখতে হবে।
@হুম... Love You সোনা।
# রান্নাও করা লাগবে। ভাললাগে না...
@মাঝে মাঝে এমন V-call দিও...দুজনেই একটু একটু ভাল থাকব।
#তোমার তো প্রবলেম থাকে। আমার খুব দিতে ইচ্ছে করে।
@ ওরে সোনা আমার... আর আমি ভাবি তোমার ইচ্ছে করে না। আচ্ছা আমি তোমাকে আগেই জানাব এখন থেকে।
# Off গেলাম... Bye
Love you sona.

@আচ্ছা OFF যাও। Good Night.
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



