ভালবাসি শোনার পরে
মস্তিকের উনুনে হৃদয় বেরেস্তা
কয়েক হাযার পাখি ধুকছিল শেকল পায়ে
হঠাৎ নিশ্চিন্তে উড়লো আকাশে, যাকে বলো মেন্টাল
তা আসলে বায়োলজিকাল, কোন এক ভাললাগার সেলে
লেগে থাকা তোমার সুঘ্রান
ভালোবাসার আইটেম গার্ল, আমি শলাকা
দিয়াশলাইয়ের দুপাশে কার্তুজ, ফস করে জ্বলার হালকা ঘসা
হৃদয় নিয়ে বড় টালমাটাল, হাত দুটো পেচিয়ছে কোমর
বাম পাশে থাকো যদি আমার বাম হাত থাকে
ডান পাশে আমার ডান হাত
দুটোই আগলে ধরে তোমার উরু আর নাভীর সংগম
যার নিচে পোষাকের পলেস্তার, শলাকা বাড়াই
জ্বলে ওঠা আগুনে পুড়ে যায় আমার প্রতিজ্ঞা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



