এভাবে, অন্যভাবে, কোনদিকে চক্রযানের সাথে গলাগলি
দেহেতে বিষ, মনেতে ক্ষয়, এই মেঘ এই জল, রোদ্রভয়
দুঃখনাশক মন্ত্র জানা কথা, জানা ভাবনা, তুলে ধরা বুলি
তোমায় খুলে, খুলে খুলে পড়ি, পোষাক, কবিতা আর চোখ, জল সমুদয়
তাতে থাকে না হিসেব, উজার মনখোলা, ভিন্ন জীবন , জীবনের সহযোগ
পাশে শায়িত প্রতিটি ধোপদুরস্ত দিন, ফিটফাট সময়ের ভদ্রসজ্জন
লিখিত ক্রন্দন, অশ্রু গলানো ক্ষোভের মোম, স্থির অংগে কাপুঁনির রোগ
তেমন সুসময়ে পাশে থাকা দুজোড়া অবলম্বনের হাত, রাত ভরা গর্জন
আমাকে প্রলেপ দিয়েছে ভালোবাসাকে বাড়তে দিন, দেখতে দিন নিজেকে মেলে
তার সাথে রঙ, রঙের ছোপছাপ বর্ষণ শ্বাসময় ক্যানভাসে দুচারটা ঢিল
কতক্ষণ পরে তার চিত্রিত দেহ মুহ্যমান শোকে স্থির হলুদ আঙুল ফেলে
অতীব আশ্চর্য্য একটা জীবন্ত ছবি হয়ে যায় তার পাশে ভীষন অমিল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



