তুমি তখন বেশ ভেবেছিলে, এমন রোবোটিক মানুষ চাই না
এতো ঢের আছে, নতুন রোবটে হবে না স্বপ্ন বুনন
বিশ্বযুদ্ধ, নাড়ী নির্মাণ, কোষবর্ধন, সংক্রমন, নতুন মহাদেশ
চাই মানুষ! লিংগসমেত মানুষ! দূর্বল মানুষ! সহজে পরাজিত হয় এমন মানুষ!
তখন তুমি স্থিরতা চাওনি, চেয়েছিল বাউন্ড্রেলে, ঝড়ের বাতাস, টর্নেডো
দাড়াবে ও হারাবে, আবার দৌড়ুবে, আবার লুটোবে ঢেউয়ে
তুমি তখন পর্যন্ত ছিলে মানুষাবাহিত মানুষের শকট
তাতে চলছিলে মানুষের ঘামে, ভ্রুণে, রক্তে, লোভে আর বায়বীয় হৃদয়ে
তুমি চেয়েছিলে রোবটের মত রোবট হবে না, মানুষের মত অথচ মানুষ হবে না
তুমি চেয়েছিলে দেয়াল অথচ ভেদ হবে নিমিষে বাঁধা
আলিংগন, তবে আবার যেন ছাড়িয়ে যেতে পারো যখন তখন
সুখ, আবার যেন দুঃখ দেখো পলক পরে
বিন্দু আভা বিন্দু আধার, সব মিলে ডিমলাইট প্রেম
কিছুটা নৈকট্য, কিছুটা দূর, অদ্ভুত যৌগ, অবাক খেল
তারপরে অনেক বছর পরে আইসবার্গ ভেঙেছি
অদৃষ্ট! এখন তোমার রোবটই ভাল লাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



