মন চিন্তা
********
আমার দেহের মাঝে আছে মন
সেখানে তো ধরছে ঘুন।
হরদমে জ্বলছে আগুন,
দেখে না তো আপন জন।।
কি করে বাঁচি বলো
আখি দু'টো ছলো ছলো
এখন আমার কি হলো ,
বুকের মধ্যে ব্যথা গো।।
আত্মিয় স্বজন পাড়া প্রতিবেশী,
মারে খোচা, হাসি হাসি,
কেন আমার বুকে ব্যথা,
একথা কেউ বুঝতে চায় না।
বন্ধু আমায় দিল ফাকি,
দু:খের আর কি রইলো বাকি,
আমার তারে ছাড়া প্রাণ বাচে না,
আমার মনে কথা বলবো বা কি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




