বন্ধু,
পৃথিবীটা যখন বিবর্ণ হয়ে যায় তখন ক্যানভাসের সবটুকু রঙ ফ্যাকাশে মনে হয়।
তুমি জানো, কেউ একজন তোমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে। শুধু জানো না, তোমার নীরবতা তাকে কতটা যন্ত্রণা দিচ্ছে। তবে জেনো, তার মতো করে আর কেউ তোমাকে কখনো বুঝতে চাইবে না, দেখতে চাইবে না তোমার কষ্টের সেই বিশাল আকাশটাকে।
তুমি আজ যে শেকল তুলে দিয়েছ আমার ওপর সেই শেকল ভাঙার জন্য আমার কাছে কোন অস্ত্র নেই। আমার হাত খালি। কিন্তু আমার হৃদয় তো ভালোবাসায় ভরা। হৃদয়ের শক্তিই কি শেকল ভাঙার জন্য যথেষ্ট নয়?
সুখ এবং অসুখ দুটোই মানুষকে দূরে সরিয়ে দেয়।
তবে ভালোবাসার বিশালত্বের কাছে সব কিছুই তুচ্ছ।
আমাদের বন্ধুত্ব আমাদের গর্ব ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আমার কথা ভুলছে সবাই,
ভুলছো সাথে তুমিও
আমায় তুমি ভুলে গিয়ে,
জেগে জেগে ঘুমিও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


