মানুষ পথে নামে ঢাকায়
মানুষ পথে নামে নিউইয়র্কে
মানুষ পথে নামে তেল আবিব এ
মানুষ পথে নামে অটোয়ায়...
মানুষের শক্তি একটাই,
মানুষ পথে নামতে জানে।
মানুষ কন্যার জন্য কাঁদে
মানুষ পুত্রের জন্য কাঁদে
মানুষ পিতার জন্য কাঁদে
মানুষ জননীর জন্য কাঁদে...
মানুষের শক্তি একটাই,
মানুষ মানুষের জন্য কাঁদে।
প্রতিবাদ করে মুসলমান
প্রতিবাদ করে ইহুদী
প্রতিবাদ করে হিন্দু
প্রতিবাদ করে বৌদ্ধ, জৈন, খৃষ্টান...
মানুষের শক্তি একটাই,
মানুষ অন্যায়ের প্রতিবাদ করে।
মানুষের শক্তি মানুষ,
মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




