একটা লিস্টি বানান , সা কার পক্ষে ব্লগছাগলেরা কে কি বলে।
অনেক অপেক্ষা হইচে।
আর নয় ।
এখন চামড়া তোলার সময় ।
একে একে সব কটারে বিহীত করা হইবেক ।
বুঝতে পার্তেছি না , এখনও পুলিশের কাধে ভর কইরা সা কা কিভাবে
দাড়ায় । হালায় তো হুইয়া যাওনের কথা
গ্রেপ্তারে সন্তোষ, এবার বিচার চান প্রফুল্ল
চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ বলেছেন, এখন বিচার শুরু হওয়া প্রয়োজন।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়।
গত সেপ্টেম্বরে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থান এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের আইনজীবী দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সংসদ সদস্য সালাউদ্দিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায়।
তখন বিএনপির এ নেতার বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল সিংহ।
প্রফুল্ল বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধ তদন্ত দল রাউজান ঘুরে তার (সালাউদ্দিন) বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছে। এবার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। আমরা আমার বাবার হত্যাকারীর বিচার চাই।"
সংসদ সদস্য সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
সাকা চৌধুরীর গ্রেপ্তারের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন নূতন সিংহের মেজ ছেলে প্রফুল্ল।
তিনি গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল দলের কাছে তিনি অভিযোগ করেন, ১৯৭১ এর ১৩ এপ্রিল সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের বাড়িতে নিয়ে আসেন এবং নূতন চন্দ্র সিংহকে সেদিনই বাড়ির মন্দির থেকে বের করে এনে হত্যা করা হয়।
প্রফুল্ল জানান, স্বাধীনতার পর দেশে ফিরে তার বড় ভাই সত্য রঞ্জন সিংহ ১৯৭২ সালের ২৯ জানুয়ারি নূতন চন্দ্রকে হত্যার অভিযোগে সালাউদ্দিন কাদের ও তার বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরকে আসামি করে রাউজান থানায় একটি হত্যামামলা করেন।
এদিকে সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর নগরীর গুডস হিলে তার বাসভবনে এবং বিএনপি কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর নগরী ও রাউজানের বিভিন্ন এলাকায় মিষ্টিও বিতরণের খবরও পাওয়া গেছে। বিজয় দিবসে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের চোখে-মুখে ছিলো সন্তোষের ছাপ।
কবি ও সাংস্কৃতিক সংগঠক কামরুল হাসান বাদল বলেন, "সাকা'র গ্রেপ্তার আজকের বিজয় উৎসবকে নতুন মাত্রা দিয়েছে।"
রাউজানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা সহিংস ঘটনা দুপুর পর্যন্ত ঘটেনি বলে রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩০ ঘ.
সা কা রাজাকারের পক্ষে ব্লগছাগলেরা কে কি বলে ???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।