একা একা হাঁটতে ছিলাম
গভীর বনের ভিতর দিয়ে
ছিল না কোন গন্তব্য
চলতে ছিলাম একটি উদস মন নিয়ে।
নির্জন বনে ছিল না কোন আওয়াজ
নিরবতা ও নির্জনতায় ভালোই লাগছিল
তবে মনে মনে একটু একটু ভয় লাগছিল
তবুও ভালোই লাগছিল একা একা পথ চলতে।
নিজে নিজে কথা বলতে।
উদাস মনে হাঁটছি তো হাঁটছিই
মনে হচ্ছিল পুরো বনটাই যেন আমার
কেউ নেই এখানে আর,
হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম
আমি থমকে দাড়ালাম।
কোন ভূত ঠুত নয় তো আবার ?
ভয়ে হৃদয় কাঁপা শুরু হল আমার।
একটু পরে বুঝতে পারলাম না ভূত নয়
এতো দেখি একজন মানুষ, তবে এখানে কেন ?
আমার লাগছে দারুন ভয়।
সে আমার দিকে এগিয়ে আসছে
আমার গতি রোধ করে সামনে দাড়িয়ে গেল
জানতে চাইল আমি কে ? কোথায় যাচ্ছি ??
আমি একজন উদাস মনের মানুষ, তবে গন্তব্য জানা নেই।
শুধু জানি আমাকে অনেক দুর যেতে হবে, অ..নে........ক দুর।
বাহ্ চমৎকার! সুধালো সে
আমিও তোমার মতো যে,
এসো এক সাথে হোক পথ চলা
মনের কথা সব হোক বলা।
কাছে গেলাম
আমার হাতটি শক্ত করে ধরলো সে
যেন আমার অনেক দিনে পরিচিত কেউ।
হয়ে গেল বন্ধুত্ব
একে অন্যের অনেক আপন
এক সাথে চলতে থাকলো
অজানা গন্তব্যে পথ চলার জিবন।
হঠাৎ একদিন বলল
গাছের নিচে একটু বসো আমি আসছি,
আমি বসে রইলাম
তার প্রতিক্ষায় পথ চেয়ে আছি।
দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে
কিন্তু কোথায় সে ??
একি এখনো আসছে না কেন ???
তাকে ছাড়া কিছুই তো ভাল লাগছে না।
আমি তার জন্য শুধু অপেক্ষাই করে যাচ্ছি।
কিন্তু সে তো আর আসছে না
তবে সে আসবে, আমার বিশ্বাস আসবেই
নতুবা কেন পথ চলার সাথী হয়ে ছিল ?
মনের মাঝে কেন দোলা দিয়ে ছিল
এখন আমার জানতে ইচ্ছে করছে কে সে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




