তুমি যখন পৃথিবীর বুকে বৃষ্টি ধারা
আমি তখন রৌদ্রময় দুপুর,
গায়ে জড়াতে পারবেনা তাই
কেবল শূন্যে শুকিয়ে যাওয়া *
তুমি যখন আকাশের বুকে তারা
আমি তখন নিশি রাতের জোছনা ধারা,
ভালোবাসতে চাইছোনা বলে
দ্বিধা - দ্বন্দের মাঝে পড়া *
তুমি যখন চলেছো কোন ব্যস্ত পথে
আমার তখন অনুরাগের গান গাওয়া,
রেখেছি মনের গভীরতায় নিরবে
স্বপ্ন বুনছি শুধু তোমাকে পাওয়া *
--------------স্মৃতি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


