প্রতি রাতে আনমনে বসে তোমায় ভাবি
সৃতির ভীড়ে খুঁজে ফিরি তোমায়,
মনে পড়ে, কোন এক রূপালী চাঁদের সন্ধ্যায় তোমায় বলেছিলাম...ভালোবাসি,
তুমি শুধু মুচকি হেসে হাতটা ধরেছিলে,
চোখের ভাষায় হৃদয় উন্মোচন,
মনে হয়, এইতো, সেদিনের কথা,
আষ্টেপৃষ্ঠে বাধা দুজনে আজ কোথায়,
সৃতির সেদিনের সেই চারাগাছ মহীরুহ বৃক্ষে পরিণত যার শেকড়ের জালে আবদ্ধ আমি,
এরই মাঝে হাত্ড়ে বেড়াই তোমায়,
পাইনা, আমার তুমি আজ আমার নও,
কেন যেন মাঝে মাঝে কষ্ট আনন্দ মেশানো একটা অতৃপ্ত সত্তা ভর করে নিজের উপর,
যে সাইকিক রোগী হতেই আমার ভালো লাগে,
এ এক অন্যরকম ভাললাগা,
জানিনা, তুমি আজও আমার কিনা,
হয়তো, হয়তো না,
শুধু জেনো , এই সাইকিক আজও তোমায় নিয়ে স্বপ্ন দেখে,
ওতেই ভালবাসাবাসির হারানো সমুদ্রে নিমজ্জিত এক নাবিকের বাঁচার প্রয়াস নিহিত....
(dedicated to someone special)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



