কিছুই বলতে চাইছিলাম না, কিন্তু না বলে থাকতে পারলাম না, আশা করি বুঝমান ডাক্তার ভাইয়েরা এতে বিরক্ত হবেন না-
সেদিন ফেসবুক এ সম্ভবত এক মেডিকেল এর ছাত্র লিখেছে...’আমার এক বন্ধু ইঞ্জিনিয়ারিং পাস করে এখন ভাল বেতনের চাকরি করে, আর সে ভাব দেখায় ঘুরে বেড়ায়, আর আমি এখনও মেডিকেল এ পরছি, আরে ভাই যতই ভাব দেখাস, অসুস্থ হলে তো আমাদের কাছেই আসতে হবে, আর আমরা সারাজিবন তোদের মত অন্যের গোলামি করবনা, এক একটা ডাক্তার এক একটা প্রতিষ্ঠান...হেন-তেন”...
কথাগুলো দেখে খুবই বিরক্ত হলাম, একটা ছেলে ডাক্তার হচ্ছে, তার ভেতরে এমন মানসিকতা কেন থাকবে যে তার কাছে আসতে হবে, তারা এক একজন প্রতিষ্ঠান আর ইঞ্জিনিয়ার রা সবাই গোলাম...নো অফেন্স...শুধু সেইসব ডাক্তার/হবু ডাক্তার ভাইদের বলছি যারা ইঞ্জিনিয়ারদের চেয়ে নিজেদের সুপিরিয়র ভাবেন-
-আপনি যে হসপিটাল এ রুগি দেখবেন সেটা একজন সিভিল ইঞ্জিনিয়ার এর গড়া
-আপনি যে মেশিন গুলো দিয়ে রগ নির্ণয় করেন সেগুল ইঞ্জিনিয়ার এর তইরি করা
-আপনি যে ওষুধ গুলো সাজেস্ট করেন সেগুলো ইঞ্জিনিয়ার দের তত্ত্বাবধানে তৈরি হয়
-আপনি যে এসি তে বাতাস খান সেটা ইঞ্জিনিয়ার এর গড়া
-আপনি যে গাড়ি করে কর্মস্থলে আসেন সেটাও ইঞ্জিনিয়ার দের তৈরি
-আপনি যে স্টেথসকোপ, স্কালপেল, থার্মোমিটার আরও হ্যান্ডটুল ইউজ করেন এইশব ইঞ্জিনিয়ারদের বানানো
আরও অনেক কিছু আছে যা বলে শেষ করা যাবেনা...আপনি একটা প্রতিষ্ঠান? ক্লিনিক ও ডায়গনস্তিক সেন্টার প্রতিষ্ঠান হলে আরও অনেক কিছুই প্রতিষ্ঠান... আর আপনি একটা প্রতিষ্ঠান হলে আমরা কি প্রতিষ্ঠান না, কি মনে করেন, ইঞ্জিনিয়াররা কি ব্যাবসা করেনা, তারা কি বিভিন্ন ইন্ডাস্ত্রির মালিক না, অনেক ইঞ্জিনিয়ারিং ফার্ম বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে জাচ্ছে অনেক ক্ষেত্রে, এমন অনেক আছে উদাহরন, সেগুলো কি প্রতিষ্ঠান না...
যাইহোক...তাই আসেন শুধু শুধু নিজেদের সুপিরিওর না মনে করেন স্বীকার করেন আমরা একে অন্যের সাথে ঘনিষ্ঠভাবে রিলেটেড...ডাক্তার ডাক্তার এর জায়গায় সুপিরিওর, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এর জায়গায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



