মুভির নামঃআশিকি ২০১৩
পরিচালকঃ মোহিত সুরি
আই,এম,ডি,বি রেটিংঃ ৭.৫
শ্রেষ্ঠাংশেঃ
আদিত্য রায় কাপুর-রাহুল জয়কান্
শ্রদ্ধা কাপুর-রোহিণী কেশভ
রিলিজ তারিখঃ এপ্রিল ২৬, ২০১৩
বাজেটঃ ১২ কোটি রুপি
বক্স অফিসঃ ৭১ কোটি রুপি
কাহিনি সংক্ষেপঃ
রাহুল জয়কান্ত একজন সফল সঙ্গীতশিল্পী, কিন্তু মাদক আর নেশার চক্করে তার ক্যারিয়ার আজ ধংশের পথে...তার কাছে জীবনের কোনও অর্থ নেই, এমনকি তার জনপ্রিয়তাও আগের মতো নেই...এরি মাঝে এক ছোট শহরে গানের একটা কনসার্ট করতে গিয়ে তার দেখা হয় আরোহী কেশভ এর সাথে...আরোহী খুবই গরিব ঘরের এক মেয়ে যে কিনা অর্থের জন্য এই এলাকার বারে সিঙ্গার হিসেবে এসেছে...রাহুল ওকে দেখে এবং ওর গান শুনে ওর এবং ওর গান দুটোরই প্রেমে পড়ে যায়...সে আরোহী কে বলে বড় শিল্পি বানাবে...এই বলে মুম্বাই এসে দেখা করতে বলে...আরোহী মুম্বাই আসে...কিন্তু দুর্ভাগ্যক্রমে রাহুল কিছু দুর্বৃত্তের হাতে মার খেয়ে হাসপাতালে থাকায় সে আরোহীর ফোন ধরতে পারেনা...আর রাহুলের বন্ধুও আরোহীর ফোন রাহুলের ফোনএ দেখে সেটা ইগনোর করতে থাকে...এরপর রাহুল সুস্থ হয়ে আরোহী কে খুজে...ইতিমধ্যে আরোহী রাহুলের কাছ থেকে সারা না পেয়ে ফ্যামিলির দারিদ্রের চাপে আবার পুরনো পেশায় ফিরে জেতে চায়...তখনি রাহুলের সাথে আবার দেখা হয় ওর...এইবারে রাহুল তার পরিচিত সঙ্গিত জগতের এক পরিচালক কে দিয়ে আরোহীর এ্যালবাম প্রকাশ করায়...আরোহী রীতিমত সুপারস্টার বনে যায়...মিউজিক পদক ও পায়...আরোহী আর রাহুল বিষয়ে মিডিয়া লোকজন অনেক কথা বলতে থাকে...রাহুল এইসব পরিস্থিতি মেনে নিতে পারেনা, আরোহী তাকে অনেক বোঝানর চেষ্টা করে কিন্তু রাহুল ক্রমাগত আরোহী নিরভর, আরোহী ফেমাস সে জিরো এই ধরনের কোথায় ভিতরে ভিতরে অসুস্থ হয়ে যায়...শেষে একবার আরোহী কে রিফিউজ করতে জেয়েও পারেনা...কিন্তু ক্রমাগত নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে সে আর পারেনা...শেষে রাহুল, আরোহীর জীবন থেকে চিরতরে বিদায় নেয়ার জন্য আত্মহত্যা করে...আরোহী রাহুল এর মৃত্যুর পর সব ছেরে দিতে চাইলেও, রাহুল এর বন্ধু তাকে মনে করিয়ে দেয় রাহুল এর কথা যে “আমি আরেকটা রাহুল জয়কান্ত দেখতে চাইনা”...শেষে আরোহী রাহুল এর দেখানো পথেই চলতে থাকে
........................অভারল মুভিটা খারাপ লাগেনাই, তবে তত ভালও লাগেনাই...তবে গানগুলো অনেক ভালো লেগেছে...আর রোহিণী উরফ শ্রদ্ধা কাপুর তো আছেই.... আ্পনাগো কেমন লাগছে...কইইয়েন তো...
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



