somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি কেহ নই।

আমার পরিসংখ্যান

শরীফ আজাদ
quote icon
আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি! আমিই তুমি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শূন্য (কাব্যগ্রন্থ)

লিখেছেন শরীফ আজাদ, ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩



"যখন খুলিয়া দিয়াছি আমারে। দেখিলাম আমি নাই, ছিলামই না কোনদিন। শূন্য। শূন্যে শূন্যে মহাশূন্য! অবাক হইয়া ফের তাকাইলাম। দেখিলাম আমি আছি। তবে আমি 'আমি' নই। আমি সব, আমি সবাই, আমিই এই বিশ্বব্রহ্মাণ্ড। আমি নীরবতা, আমিই কোলাহল। আমি অনুভূতিহীন, আমিই সকল অনুভূতি। হঠাৎ জাগিয়া এই 'আমি' হীন আমিটা নাচিয়া উঠিলঃ... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

মেরুসঙ্গম

লিখেছেন শরীফ আজাদ, ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭



ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
যখন প্রবেশ করি তোমার ভেতর—
আমি ভুলে যাই ঈশ্বরের কথা, অথবা
ঈশ্বর ভুলে যান নিজের কথা।
শরীর থেকে খসে পড়লে ঐশ্বরিক বসন,
আমি হয়ে উঠি এক পূর্ণ মানব।
সাক্ষাৎ হয় উত্তর আর দক্ষিণ মেরুতে।

ধরো
তুমি উত্তর আর আমি দক্ষিণ
যখন প্রবেশ করি তোমার ভেতর—
তুমি আর তুমি থাকো না, অথবা
তুমি থাকোই না—বিলীন
তোমার নিম্নমুখী... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

পরাবাস্তব স্বপ্ন

লিখেছেন শরীফ আজাদ, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫



ধরণী আবারও পোয়াতি হবে,
জন্ম দেবে তোমাকে-আমাকে,
মৃত্যুকে ঠেলে পৃথিবীর প্রতিটা দেহকোষ জেগে উঠবে উর্বরতায়। সুখে আচ্ছন্ন হবে নদীজলের
মিষ্টি দুঃখগুলো। যন্ত্রণার আগুনে পুড়ে পুড়ে খাটি হবে আমাদের সন্তানদের কম্পমান হৃদপিণ্ড।
অন্ধকারের উদর ফুঁড়ে আলো বেরোবে। ঝলসে দেবে সভ্যতার নতুন চোখ। নতুন পাতায় ভরে উঠবে প্রতিটা বৃক্ষ। পাখিদের কিচিরমিচিরে আবারও নির্মিত হবে আমাদের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

ঈশ্বরের মৃত্যু

লিখেছেন শরীফ আজাদ, ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫



প্রত্যুষে জেগে উঠে একদিন দেখলাম
পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই।
সবাই রাতারাতি কোথায় যেন হাওয়া হয়ে গেছে।
শুধু আমি আছি। আমি আর আমি।

ভাবলাম এই বুঝি এখনই মরে যাব
একাকীত্বের তাড়নায়।
কিন্তু না—
সেদিনই প্রথম আমার বোধ হয়নি
কোন একাকীত্ব।
পুরো ব্রহ্মাণ্ড যেন ঢুকে পড়েছে আমার ভেতর।

এরপর থেকে প্রায়ই আমি মেরে ফেলি
পৃথিবীর মানুষগুলোকে।
তারপর আবার জন্ম দেই, আবার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

অলৌকিক সুখ

লিখেছেন শরীফ আজাদ, ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪



পেট ভর্তি মানুষ নিয়ে একাকীত্বে ভোগা এই শহরে —
গভীরতম বিষণ্ণতা নিয়ে আমার ঘুম ভাঙ্গে।
জগতের সবটুকু ভার এসে চেপে বসে আমার অস্তিত্বের উপর। আমি নড়তে পারি না। মনে হয় কোন এক শহুরে ঈশ্বর তার অমরত্বের অভিশাপ ঢেলে দিচ্ছে আমার বক্ষে। আমাকে সে কিভাবে চেনে আমি জানি না।

শহরের পেটের মানুষগুলো টের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

জন্ম

লিখেছেন শরীফ আজাদ, ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪



দুঃখের গর্ভে আমি জন্ম দেই
সুখ নামক প্রাণোচ্ছল এক শিশুকে।
বেড়ে উঠতে উঠতে, চালাক হতে হতে সে ভুলে যায় নিজের কথা।
ভুলে যায় তাঁর পিতার কথা, উৎসের কথা। বিস্মৃতিতে ডুবে যাওয়া জীবন তাকে বিষময় করে তোলে স্মৃতি দিয়েই।

রাত্রির গর্ভে আমি জন্ম দেই
দিবস নামক এক উজ্জ্বল শিশুকে।
বুড়ো হতে হতে, বিকেল গড়াতে গড়াতে ম্লান... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

প্যারাডক্স

লিখেছেন শরীফ আজাদ, ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯



আজ রাতে আমার মাথায়
জন্ম নেবে না কোন কবিতা।
প্রসব বেদনায় কাতরাবে না আমার বয়স্ক মস্তিষ্কটা। আঙুলগুলো চেপে বসবে না
কিবোর্ডের উপর। পিটপিট করবে না চক্ষু জোড়া। ঠোঁটে চেপে রাখা সিগারেটের ধোঁয়ায়
ছোট হয়ে আসবে না ডান চোখ। গভীর নীরবতায় শুনতে পাব না শূন্যতার আর্ত চিৎকার।

আজ রাতে মৃত্যু হবে সম্ভাব্য কবিতার। কোন রক্তপাত... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     like!

নির্বাণ

লিখেছেন শরীফ আজাদ, ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩



সত্যি সত্যি একদিন মস্তিষ্কটা
গলে বেয়ে নেমে আসবে
হৃদপিণ্ডের কাছে।

পাশে বসে কাঁদবে ফুপিয়ে ফুপিয়ে,
বিলম্বিত সহস্র জনমের কথা
চিন্তা করে হাহাকার জুরে দেবে হৃদপিণ্ড ঘিরে।

ঠিক একই ভাবে
পুরনো স্বর্গের সিঁড়ি ভেঙ্গে
নরম কদমে তুমি নেমে আসবে আমার কাছে।

সেদিন তোমাকে আমি কাঁদতে দেব না
আফসোসও করতে দেব না কোন প্রকারের,
কারণ আমি জানি, শত কোটি জনম অপেক্ষায় থেকে
কেবল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

সভ্যতা

লিখেছেন শরীফ আজাদ, ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০



বেশ্যার পায়ের কাছে পড়ে থাকে সভ্যতা
নীরব, নিস্তব্দ, শূন্য জোড়া চোখ
তিরতির কাঁপা জোড়া ঠোঁট
নিথর জোড়া পা
বাঁকা অবয়ব।

থেকে থেকে মাটিতে মাথা ঠুকে সভ্যতা
চাপা কান্না জুরে দেয়,
কি এক আশ্চর্য যন্ত্রণায়
পার হয়ে যায় শতাব্দী পর শতাব্দী,
কিন্তু তার মুক্তি মেলে না
বেশ্যার পদধূলি থেকে।

সভ্যতার বন্ধিত্বে
থেমে থাকে স্রোতস্বিনীর স্রোত,
দাঁড়িয়ে থাকে বাতাস,
নিজের তাপে নিজেই পুড়ে আগুন,
তৃষ্ণার্ত... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

শর্ত

লিখেছেন শরীফ আজাদ, ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২



তোমাকে আমি উড়তে শেখাব
যদি তোমার ভাঙ্গা হৃদয়ে হৃদয় ছোঁয়াতে দাও আমায়।

তোমার অশ্রুজলে আমি বিদায়ী চুমু খাব
যদি আমার বাহুতে এসে আবদ্ধ হও তুমি।

ঘন বরষায় তোমায় আলো দেখাব
যদি আমার পানে চেয়ে শুধু মুচকি হাসো একবার।

আমার লেখা সবগুলো গান তোমায় গেয়ে শোনাব
যদি আমার আলিঙ্গনে ঘুমিয়ে পড়তে চাও বারবার।

তোমাকে সুউচ্চ পর্বতের চূড়ায় নিয়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

শিহরণ

লিখেছেন শরীফ আজাদ, ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭



নিঃশ্বাসের উপর ভর করে আমি হেঁটে যাই
তোমার কাছে।

স্কুল জীবনে শিরিনের সদ্য ফোলা বুকের উপর
প্রথম চোখ পড়তেই যে শিহরণ জেগেছিল মনে
ঠিক সেরকম একটা অনুভূতি আমার অস্তিত্ব ছেয়ে ফেলে
তুমি দৃষ্টিগোচর হলে।

রক্ত কণিকার উপর ভর করে আমি ভেসে যাই
তোমার কাছে।

মায়ের পুরনো শাড়ি কেটে লেজ বানিয়ে
প্রথম যেদিন আকাশে সাপ ঘুড়ি উড়িয়েছিলাম
সেদিনের সেই হৃদপিণ্ডের... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

নিষিদ্ধ অবয়ব

লিখেছেন শরীফ আজাদ, ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮



থেকে থেকে একটা নিষিদ্ধ যাতনা
কাঁপুনি ধরায় আমার হৃদপিণ্ডে।
দীর্ঘ যাতনার ক্লান্তিতে
একটা সময় সেখানে নেমে আসে নিষিদ্ধ প্রশান্তি।
এভাবে শতাব্দী পার হয়
ঝুলে থাকে এক নিষিদ্ধ অনুভূতি।
যন্ত্রণায় নীল হয়ে যাওয়া পা ফেলি আমি নিষিদ্ধ ভূমিতে।
প্রচণ্ড খিদেয় গিলে খাই নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল,
শত বছর অপেক্ষারত আমার তৃষ্ণার্ত... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

কি দেব তোমায়?

লিখেছেন শরীফ আজাদ, ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭



ভেবেছি একটা উপহার দেব তোমাকে—
আমি ধরণীর বুকে তন্নতন্ন করে খুঁজেছি,
কিন্তু পাইনি কিছুই। কি দেব, কি দেব, কি দেব তোমায়?

সোনা নিয়ে সোনার খনির কাছে গিয়ে কি লাভ, বল?
কিংবা জল নিয়ে সমুদ্রের কাছে?
আমি ব্রহ্মাণ্ড উপড়ে ফেলেছি খুঁজতে গিয়ে,
কিন্তু পাইনি কিছুই। কি দেব, কি দেব, কি দেব তোমায়?

আমার হৃদপিণ্ড? আমার আত্মা?
সে তো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!

হাইকু সমগ্র

লিখেছেন শরীফ আজাদ, ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩




গহীন অরণ্য,
একটা নিঃসঙ্গ অগ্ন্যুত্সব
বিম্বিত হয় পাতায় পাতায়।



আমার অঙ্কুরিত বীজ,
নগ্ন পায়ে আমি ধরণী চষে বেড়িয়েছি
খুঁজেছি তোমার উর্বরতা, রোপণ করব বলে।



চোখের পাতায়
ঘুম নামে, মৃত্যু নামে
নামে তোমাকে দেখার অপূরণীয় স্বপ্ন।



তুমি পদ্ম হও
জলে থাকো
কিন্তু তৃষ্ণার্ত জল কখনই ছুঁতে পারে না তোমাকে।



পাথরের নিঃশ্বাস,
জগতের সকল অপ্রাণ
জেগে উঠে অপলক চেয়ে রয় অামার পানে।



তোমার হৃদপিণ্ডের আকরিক
থেকে নিষ্কাসিত... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

গল্পঃ নৈশূন্য

লিখেছেন শরীফ আজাদ, ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩২



কালো পিচের রাস্তাটাকে দন্তহীন মুখে চুমু খেতে খেতে সামনে এগিয়ে যাচ্ছে তিনটে কালো টায়ার। ঠিক যে সামনে এগুচ্ছে সেটাও বলা যাচ্ছে না। কারণ টায়ারের কাছে সামনে-পেছনে বলে কিছু নেই। এরা শুধু ঘুরে আর চুমু খায়। চুমু খেতে খেতে কোথায় যায় এরা জানে না। কেন ঘুরে সেটাও জানে না। পেট... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৫৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৫১৬১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ