দয়া করে লুলামি ভাববেননা। সবাইকে ঠেকে শিখতে হবে এমন নয় কাউকে দেখে শিখা যায়।
বাচ্চাকাল থেকে শুরু করি------
আমাদের ব্যাটালিয়ান পুলিশ হেডকোয়ার্টারে (যত জায়গায় থাকসি , আব্বা পুলিশ) বেশিরভাগ পোলাপাইন বদমাইশের হাড্ডি
১. পুলিশ আব্বারা কর্মক্ষেত্রে অপর সহকর্মীর প্রতি যে মনোভাব রাখেন বাচ্চাদের উপর তার প্রভাব পড়ে। যেমন উচু র্যাংকের পুলিশরা সর্বদাই নিচুদের অপমান অপদস্থ করতে পছন্দ করেন।তো যে বাইচ্ছা দেখবে আরেক বাইচ্ছার বাফরে তার বাপ কানাকড়িও দাম দেয়না সে কি শিখলো বলেন ?
২. প্রতিযোগিতা: কার বউ কত সুন্দর, কার কত শাড়ি, কার বাইচ্ছা কত দামি কাফড় ফইচ্ছে, কার ঘরে কত ইন্ছি টিভি, এইসব তো আলোচনা হয়ই সাথে সমালোচনাও হয়, সুন্দরি বউ আর নাদুসনুদুস ফোলামাইয়ার আবদার শুইনতো যাই হেতারা আর ভালা থাইকতো হারেনো
৩. কেউর ভালো কেউ দেখতে পারেনা।
৪. নিজেরটার ৭ খুন মাফ আরেকজনেরটার যত দোষ বিশেষ করে মায়েদের এই সমস্যাটা খুব বেশি।
৫. আরেকজনের চেয়ে এগিয়ে থাকতে গিয়ে অপ্রয়োজনীয় কার্যকলাপ করে য়ার ফলে বাচ্চারা বুঝেনা কোনটা দরকার আর দরকারনা।
এমন আরো ভেজাইল্যা কাজকর্ম আছে আমি আর ধৈর্য্য রাখতাম পারতাছিনা।
শিক্ষা: ১. পরিবারের সবাইকে এইভাবে তৈরি করেন যে তারা আপনি যা দেন বুঝেশুনেই দেন এবং তাতে তাদের খুশি থাকতে হবে।
২. যেসব সমস্যাগুলো বল্লাম সেগুলো এড়িয়ে চলা যায়।
৩. ব্যক্তিগতভাবে আমি যে নিয়মটা ফলো করি মানুষের সাথে সেরকম ব্যবহার করবেন যেরকম আপনি তার কাছ থেকে আশা করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




