ধুম দেখেছিলাম কিনা তা আরেকবার দেখলে হয়তো মনে করতে পারবো। সম্ভবত দেখি নাই। কিন্তুধুম টু দেখলাম। ঋতি্বক, ঐশ্বরিয়া, অভিষেক, বিপাশা, উদয় চোপড়া অভিনীত এই সিনেমাটি বলিউডের টপচার্টে এই সপ্তাহে আছে এক নম্বরে। অতএব দর্শকদের আগ্রহের ব্যাপারটা বোঝাই যাচ্ছে। রাস্তাঘাটে ধুম মাচালে গানটা অনেকবার শুনেছি। সম্ভবত ধূমের থিম সঙ ছিল এটি। এবারের ধুমেও থিম সঙ ধুম মাচালে। আরও কিছু আইটেম সঙ আছে, পুরো সিনেমায় বিপাশা বসুর উপস্থিতিও স্রেফ আইটেম হিসাবেই।
মূল কাহিনী আরিয়নের। ইংরেজি এ অক্ষরটি তার কোড নেম। এই কোড নেমে সে দুনিয়া জুড়ে চুরি করে বেড়াচ্ছে। মানে সে হলো ইন্ডিয়ান বর্ন ইন্টারন্যাশনাল চোর। ইন্টারন্যাশনালি নাম কামিয়ে সে বোম্বেতে নিজের ঘরে সিঁদ কাটতে আসে। এখানে পরিচয় হয় পুলিশ-কানেকটেড ছোট চোর ঐশ্বরিয়ার সঙ্গে। বেশ, তারপর পেয়ার। পেয়ারের পর দুজনে মিলে পুলিশ কমিশনার অভিষেককে ডাব্বা দেয়।
এই ফিল্মে মজা হলো ঋতি্বকের চুরির অ্যাকশনগুলো। এমন প্রতিভাবান চোর তৈরির হিম্মত আছে হলিউডের পর তাদের ছোটভাই বলিউড-এরই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০