লিখতে লিখতে সবাই খাতা -কলম শেষ করে ফেলে, বক্তৃতা দিতে দিতে গলার তার ছিড়ে ফেলে, মাগার কাজের বেলায় ঠনঠনাঠন। কয়েকদিন ধরে সাহায্য চাইতে চাইতে পথে বসে গেলাম কিন্তু কারও সাহায্যতো দূরের কথা সাহায্যের সাড়াশব্দ পর্যন্ত নাই
......................................................................................................
জানুয়ারী থেকে ইনকামের ব্যবস্থা না হলে মাঠে মারা যাবো, পড়াশোনার বারোটা বেজে যাবে
আমার যোগ্যতা:
অনার্স : প্রাণী বিজ্ঞান (কমপ্লিট)
বর্তমানে অধ্যয়নরত: ICMAB
পড়াতে চাই:
১. গণিত (৬ষ্ঠ -১০ম)
২. বিজ্ঞান (১০ম)
৩. একাউন্টিং (৯ম-১২শ)
৪. উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও ১ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত অন্য যেকোন বিষয় হলেও পড়াতে আপত্তি নেই।
অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন:
মেহেদী
এলিফ্যান্ট রোড
ঢাকা।
মোবাইল: ০১৬৮৬-৩০৯০৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


