এই যে ছেলেটিকে দেখছেন তার নাম ফেরদৌস। বাড়ি বরগুনায়। সে কেন কাদছে জানেন ? কারণ তার ছোট বোন সোনাবরুর ভাত না খেতে পেয়ে আত্তহত্তা করেছে । যে বোন নতুন ব্যাগ পেয়ে ভাইকে কথা দিয়েছিলো,'দেখিস দাদা, যদি বেঁচে থাকি তবে কোনোদিনই পরীক্ষায় দ্বিতীয় হব না।' সেই বোনের জন্য তো এভাবেই কাঁদতে হবে।
" গত বুধবার সোনাবারুর জন্মদিন ছিল । বন্ধুদের সাথে মাত্র ১০ টাকা দিয়ে একটা কেক কিনে সোনাবারু তার জন্ম দিন উতযাপন করে । তারপর বাসায় ফিরে হাড়িতে ভাত না পেয়ে সে আত্মহত্যা করে । নিউজ : কালের কন্ঠ, ২৫ সেপ্টেম্বর ১১ । "
আপু তুমি চলে গিয়ে আজ বড় বাচা বেচে গেলে। আমরা যে আজ এই দারিদ্রতার প্যাঁচ থেকে মুক্তি চেয়েও থমকে দাড়াই। তোমার মতো চলে যেতে যে সাহস টুকু লাগে, তাও আজ আমরা হারিয়ে ফেলেছি।
জানো একটি বিদেশি ডিগ্রি আনতে কয়জন লবিস্ট লাগে??
সোনাবারু তুমি কি জানো, আমাদের মন্ত্রী-এমপিরা শুধু অভিজ্ঞতা অর্জনের নামে বিদেশে পিকনিক করতে কত টাকা বরাদ্ধ পায়??
জানো এক শিক্ষা ভবনে তোমার অন্ন কেড়ে নেওয়ার জন্য কত রকম কৌশল এপ্লাই করা হয়??
জানো এক সংসদ অধিবেশনে শুধু বিদ্যুতের পিছনে কত টাকা খরচ করা হয়??
একটি সেতু বা রাস্তা তৈরিতে শুধু গবেষণার নামে কত কোটি টাকা লোপাট হয়??
জানো কথার রাজনিতিতে টিকে থাকতে কতগুলো মিডিয়া চালাতে হয়??
তুমি কি জানো, তোমাদের নাম বেঁচে এনজিও গুলো কত টাকা বিদেশ থেকে পা চেটে আনে??
জানো একটি ছাত্র সংগঠন হাতে রাখতে কত টাকা দিতে হয়??জানো দারিদ্র নির্মূল আলোচনায় শেরাটনে কত টাকার খানাপিনা হয়??
জানো এ দেশের মানুষ ৫/১০ হাজার টাকা খরচ করে ভিনদেশি নায়ক-নায়িকার রঙ্গলিলা দেখে আসে, কিন্তু এক বেলা একজন গরিবকে খাওয়াতে পারে না।।
তুমি কাকে দোষ দিবে সোনাবারু?? যারা মানবাধিকারের স্লোগান তুলে মুখে ফেনা উঠায়, তাদের ঘরের কাজের মেয়েটির হাতে- পিঠে গরম খন্তির ছেঁকা।
জানি এই প্রশ্নগুলোর উত্তর তোমার জানা ছিল না। যদি জানতে তাহলে আমাদের মতো যেতে চাইলেও যেতে পারতে না। এত সহজে মৃত্যুকে জয় করতে পারতে না।এই টাকা গুলো তোমাকে আমাকে অনাহারে রেখে শোষণ করা টাকা। তোমার আমার অধিকার।
তুমি মৃত্যু দিয়ে প্রমান করলে, এটা ক্ষুধার কষ্টের থেকে অধিক আনন্দের।
আজ আমরা শান্তিতে নোবেল পাই। জাতিসংঘে গিয়ে গলা উঁচিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা বয়ান করি। কিন্তু পারিনি নিজ দেশে শান্তি প্রতিষ্ঠা করতে!!! জানি না শান্তির সংজ্ঞা কি??
আজ ৩০০ টাকার সার হাজার টাকায় কিনি। শুনেছিলাম এই সরকারের আমলে নাকি সার কৃষককে খুজবে, কৃষক খোঁজা লাগবে না। ১০ টাকায় চাল খাবো। ট্রানজিটের টাকায় দেশকে সিঙ্গাপুর বানাবো। আমরা অনেক সুখে আছি। দেশের মানুষ এখন ৩ বেলার জায়গায় ৪ বেলা খায়। না না সোনাবারু মিথ্যা বলছি না। এ যে আমাদের মন্ত্রী মশায় বলেছেন, এ কি মিথ্যা হতে পারে??তাহলে সোনাবরু, তুমি সরকারকে বিপদে ফেলতে কেন খালি খালি মিথ্যে অজুহাতে এভাবে চলে গেলে?? তোমাকে কি বিরোধীদল কিছু দিয়েছিলো?? সরকারের বিরুদ্ধে তোমাকে ব্যাবহার করেছে?? তাই তো হবে।
সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পরিকল্পিত ভাবে তোমাকে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে বিরোধীদল। তাই না সোনাবরু?? তা না হলে যে দেশের মানুষ ৪ বেলা খাবার খায়, তুমি কেন সে দেশে না খেয়ে মরবে??
সোনাবরু তুমি চলে যেতে পারো না, পারো না সোনাবরু। আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমি ছাড়বো না এ দেশের বিরোধী দলকে। ক্ষমা পাবে না সরকার। কেন তুমি সত্য জানিয়ে গেলেনা, তোমার মৃত্যুর জন্য কারা দায়ী?? এখন যে এই মৃত্যু নিয়েও রাজনীতি করবে।তোমার মৃত্যু নিয়ে এই পশু গুলো রাজনীতি করবে তা মানতে পারবো না সোনাবরু। প্লিজ আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও সোনাবরু ।
জানি তুমি ক্ষমা করে দিয়েছ আমাদের,না হলে করুনা করে হলেও ক্ষমা করে দিবে। কিন্তু আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আরেকটি ছোট বোন যে কাল এ পথে পা বাড়াবে। তার দায়ভার কে নিবে?? আজ বেশী কাঁদতে পারলাম না সোনাবরু। কাল যে আবার কাঁদতে হবে তার জন্য তো কিছু জল চোখে রাখা চাই।
Courtesy : লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ
আলোচিত ব্লগ
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট

পানি জীবনের মূল উৎস। এটি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
وَجَعَلۡنَا... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।