সে: কি? তোমার বিয়ে?
আমি: হ্যাঁ।
সে: সত্যি বলছো?
আমি: সত্যি.....
সে: কে ছেলেটা?
আমি: আসিফ...
সে:
আমি: কেন? তার নাম আসিফ হতে পারেনা?
সে: না সেটা না...মানে....তোমাকে কে বিয়ে করবে?
আমি:
সে: মিস করসো
আমি: না, আমি কখনো মিস করিনা....
সে: হ্যা, তুমি আমাকে মিস করো।
আমি: না....আমি কাউকে মিস করিনা....
সে: মিথ্যা বলোনা...তুমি আমাকে অনেক মিস করো।
আমি: না
আপনারা কিন্তু ভাববেন না...ওর সাথে আমার কোন সম্পর্ক আছে....আমরা শুধুই বন্ধু। ও অন্য কারো সাথে সম্পর্ক আছে। সে আমার বান্ধবী। ওরা দুইজনি আমার ব্যপার টা জানে। আমি অবশ্য সব সময় মিথ্যা বলি...বলি ওকে আমি পছন্দ করিনা...কিন্তু আমরা সবাই জানি, এটা মিথ্যা। কিন্তু এটা নিয়ে আমরা দুই জনি এত কমফর্টেবল হয়ে গেছি...যে এটা নিয়ে শুধু ঠাট্টাই হয়।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



