আজকে আমাকে খুন কর
কোন রায় বা ট্রাইব্যুনাল দরকার নাই
মৃত্যুর চেয়েও হিম
কোন মৃত্যু আমার হোক
সেই সর্ষেক্ষেত যেটা জন্ডিসের চাইতেও হলুদ
ঐখানে আমাদের ঘুমফড়িঙের ডানা রোদে শুকাক
তাহলে শোকার্ত কোন শৈশবের দিকে আর তাকাবো না কোনদিন
হায় ঘুড়ি!
ফেইদিপিদেসের দৌড় এখনো থামে নাই
নির্জন কোন আস্তাবলে
এখনো কালো হয় নাই রক্তের দাগ
এখনো পাকস্থলি পায় নাই প্রোটিনের ফোঁটা
ক্রীড়ারত বালক ও ব্রীড়াহত বালিকারা
এখনো শুনে নাই এককণা গান
তাই বলছি আজকে আমাকে খুন কর
কোন রায় বা ট্রাইব্যুনাল দরকার নাই
মৃত্যুর চেয়েও হিম
কোন মৃত্যু আমার হোক
নইলে,
আজকে আমি সবকিছু খুন করে ফেলব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



