
সকাল ১০:৩০ মিনিটে ব্যস্ত জুরাইন, পোস্তগোলা মহাসড়ক। এমনি অন্যদিন যেখানে শত শত মানুষ হুড়োহুড়ি করে গাড়িতে উঠে।

কার্মস্থলে যেতে অপেক্ষমান শত শত মানুষ। কোন গাড়ি নেই। সিএনজি, এমনি রিকশাও চলতে দিচ্ছে না।

হঠাৎ রাস্তায় সিএনজি চলাকে কেন্দ্র করে উত্তেজনা।

একটু দূরে পুলিশের উপস্থিতিতে শুরু হয়ে গেল তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়া।

জুরাইন-যাত্রাবাড়ি রাস্তা বন্ধ করে সংঘর্ষ চলছে।
পুলিশ জানমালের নিরাপত্তার নামে - সিএনজি, রিকশা পর্যন্ত চলতে
দিচ্ছে না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


