===== সোনার তরী =======
সোনার তরী কবিতাটি রবি ঠাকুর লিখেছিলেন নৌকায় বসে, চারপাশের সৌন্দর্য দেখে দেখে। তিনি যদি কবিতাটা পার্কে বসে লিখতেন তবে কেমন হতো চলুন দেখি...
পার্কে এসেছি আজ আমি সহসা,
দূরে বসা এক মেয়ে, বড় ফরসা,
নাক তার খাড়া খাড়া,
চুল দেখি রঙ করা,
চেহারা নজর কাড়া
চোখেতে নেশা।
পার্কেতে বসে আছি আমি একেলা,
চোখে চোখে তার সাথে করছি খেলা।
তার পাশে সিট ফাকা,
আর যে গেল না থাকা,
মেয়েটা যে বড় পাকা
হাসছে মেলা।
তার সাথে কেউ নাই,
সেও একেলা।
হঠাৎ এক বুড়ো বেটা আসল Car এ
গাড়ি করে তুলে নিয়ে গেল উহারে।
ঠাই নাই, ঠাই নাই ছোট সে গাড়ি,
আমি কিছু করার আগে দিয়েছে ছাড়ি।
আমি হেঁটে চলি ধীরে,
যাব এখন ঘরে ফিরে,
কেউ নাই চারিধারে,
আমি কি করি?
যা ছিল নিয়ে গেল ছিনতাইকারী।
একটি কপিপেষ্ট প্রযোজনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


