আমি ব্লগে একেবারেই নতুন। নতুন পোষ্ট দেয়ার পরিবর্তে সবার পোষ্ট পড়ছি -যখনি একটু সময় পাচ্ছি। গত কয়দিনে পড়ে যা জানলাম তা হল- অর্ন্তদ্বন্দ বিভিন্ন ব্লগারদের মাঝে.. মন্দ কথা আর অশ্রাব্য ভাষায় গালাগাল যা অশোভনীয়।আজ আমরা বিভক্ত ডানগ্রুপে আর বামগ্রুপে; আমাদের দেশ নিয়ে...দেশের ইতিহাস নিয়ে!
আমরা শুধু পড়তে জানি, পড়ে গোগ্রাসে গিলতে জানি; যা জানি- তা নিয়ে চায়ের টেবিলে ঝড় তুলতে পারি! পারিনা শুধু নিজের কাজটুকু নিজে করতে, নিজের জন্য কিছু করতে, দেশের জন্য করতে!
আমরা সুন্দর সুন্দর কলাম লিখে বুড়ো বয়সে বুদ্ধিজীবী বনে যাই; যে সরকারের গুনগান গাই সে সরকারের সান্নিধ্য লাভ করি, সরকার প্রিয় চ্যানেলগুলোর আমন্ত্রন পাই -টক্শোর! আমরা বুদ্ধির ভারে নত হয়ে সরকারের পায়ে লুটিয়ে পড়ি, সরকারের পায়ে চুমু খাই -একটু যশের জন্য! আমরা মেধাকে বিকিয়ে দেই ডানপন্থী-বামপন্থী গালাগাল দিতে দিতে!
কিন্তু আমরা ভুলে যাই আমরা সবাই মানুষ, রক্তে-মাংশে গড়া মানুষ। আমরা খুন দেখে অভ্যস্থ হয়ে পড়ছি, হাতদুটোকে রক্তে রন্জিত করছি; অথচ আমরা প্রিপেয়ার করছিনা হাতদুটোকে এগিয়ে নিয়ে যাওয়ার, ভালো কিছু দেয়ার।আমরা এই হাত দিয়ে ধংসাত্তক লেখা লিখছি, জড়িয়ে ফেলছি কলহে! আমরা ভাবছিনা একটুও এই লেখা মানুশের মাঝে কলহ সৃষ্টি করছে।
আমরা সত্যকে লুকোতে শিখেছি, মিথ্যাকে সুন্দর করে সত্যতে রুপান্তর করছি-আমরা ঠেলে দিচ্ছি নেক্সট জেনারেশনকে হুমকির মুখে; তারা জন্ম নিচ্ছে আর বড় হচ্ছে দ্বিধার মধ্য দিয়ে। দেশের জন্য না...বড় হচ্ছে ডান-বামপন্থী ধারণা বুকে নিয়ে। ভালে করে রপ্ত করছে অপজিট কে হিংসা করতে। তারা শিখছে কিভাবে লগি-বইঠা দিয়ে পিটিয়ে ওপেন রাস্তায় মানুষ মারতে হয়, তারা শিখছে কিভাবে রগ কেটে মানুষকে ম্যানহোলে ফেলে দিতে হ্য়! দুটি গ্রুপে বিভক্ত আমরা কেউই পারিনি কিছু দিতে! শুধু পেরেছি প্রতিদিন কিছুনা কিছু তাজা রক্তের প্রাণ কেড়ে নিতে।
আজকের এই জেনারেশন কখনো শিখেনি কিভাবে নিজেকে ইস্টাবলিশ করতে হবে, নিজের জন্য এন্ড জাতির জন্য কল্যাণকর।
তাই আসুন, আমরা হানাহানির পথ পরিহার করি, আমরা বাচতে শিখি, নিজের জন্য-দেশের জন্য। আমরা ব্লগার রা তর্ক করি দেশের কল্যাণের জন্য,বিদ্ব্যেশ ছড়াতে নয়।রক্তের টেম্পেরেচার বাড়াই দেশকে ভালো কিছু দেয়ার জন্য।
সবশেষে আমার নিতান্তই একটা ব্যক্তিগত অভিমত আছে। আর তা হল...ইতিহাস যেখানে আছে, সেখানেই থাকতে দিন। চলুন সবাই মিলে নতুন একটা ইতিহাস সৃষ্টি করি, দ্বন্দের নয়-ভাতৃত্যের। সবাই নিজের সংসারকে গুছাতে চেষ্টা করি; দেশের প্রতিটি পরিবার ভালো চললে পুরো দেশ ভালো চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


