ধর্মীয় অনুভূতি কমবেশী সবারই আছে। হিন্দু-মুসলেম আমরা সবাই যার যার অনুভূতি নিয়ে বেচে আছি।
কিন্তু ব্লগে নাস্তিকেরা যেভাবে শুরু করেছে..তাতে না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে! আমার ধর্মীয় নলেজ কম হউক আর যাই হউক, ওদের সাথে তর্ক করার কোনো ইচ্ছা আমার নাই।
তাই কর্তৃপক্ষকে অনুরোধ করছি ব্যবস্থা নেয়ার জন্য। আমরা ব্লগ লিখছি..নিজের ভাব প্রকাশের জন্য, বাংলা ভাষায় কিছু কথা ব্লগারের মাঝে ছড়িয়ে দেবার জন্য। কিন্তু সারাদিনের কর্ম সেরে যখনি এসব লেখা পাই, তখন আর কোনো কিছুই লিখতে ইচ্ছা করেনা। এমন চলতে থাকলে একদিন ছেড়ে দিতে হবে ব্লগ, হ্য়ত খুব শীঘ্রই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


