আগে শুনতাম মানুষ বিভিন্ন প্রতিযোগীতায় জাইতো, ২ লাখ টাকা দিলে ফাস্ট বানায়ে দিতো। মানে ঘুষ, কারচুপি। এখন দিন অনেক বদলাইসে, এই সব ঘুষ টুষ দিয়া এই সব হয় না। এখন ঠিকই সবার কাছ থেকে টাকা লইবো, তয় ২ টাকা ২ টাকা কইরা। আপনার মাইয়া টেলিভিশন শো তে গেসে? বাপ চাচা ভাই বইন সবাইরে নিয়ে, বাড়ি-ঘর, জামি- জামা সব বেইচ্চা এস এম এস করেন। যত খুশি তত। কমপক্ষে ২ লাখ টাকার তো ভোট করতে হইবোই। তবে স্যার, আমরা কোন প্রকার ডোনেশন বা ঘুষ নি না।
কাহিনী হইলোঃ আমার বোন লাক্স চ্যানেল আই সুপার স্টারে আসে এবার। তো আমি তো ফাস্ট ভোটিং রাউন্ডে আমরা সবাই দুনিয়ার আত্বীয়-স্বজন ফোন করে করে জাইনালাম। এমন ও আছে, বছরের ভুলে ফোন করি এক দুইবার, তাদেরকে ও জাইনালাম। ভাবলাম যে বিরাট ক্যাম্পেইন হয়ে গেসে, আমার বোন তো এস এম এস ভরে যাবে এক্কেবারে।
আফসুস, পাইসে ৩১
কোন মতে পরের রাউন্ডে উঠসে। ঠিক আছে, এর আগের বার ক্যাম্পেইন করি নাই তেমন এবার করতে হবে। এক্কেবারে পোস্টার, লিফটেল করে ফাটাফাটি অবস্থা। আমি নিজে বসুন্ধরার এইট ফ্লোরে ক্যাম্পেইন করসি। ঐখান থেকে আমি নিজেই তো ৫০০ র উপরে ভোট করলাম। সারা বাংলাদেশে ১৫০ টা অফিস আসে আমার বাবার ডিপার্টমেন্টের। ওদেরকে লিফলেট পাঠানো হইলো। আমাদের দেশের বাড়িতে ভালো ক্যাম্পেইন হইলো। এইবার তো সিউর ফাস্ট হবে ভোটে।
ভোটের বন্যা
এখন সবাই মিল্লা এখন আব্বারে ধরসে। আরে ভাই, আরে আংকেল ২-৪ লাখ টাকা খরচ করেন আরো দেখবেন লাখ লাখ ভোট।
এখন এক জন কয় ব্যানার করেন, একজন একটা বিলবোর্ড দেন, একজন কয় পত্রিকায় একটা বিজ্ঞাপন দিবেন নাকি? একজন কয় আমারে টাকাডা দিয়া তো দেখেন। আপনি ঘুমাইবেন আমি ভোট আইনা দিমু।
আমার আব্বার আবার ব্লাড প্রেশার হাই। হার্টে প্রবলেম আছে। বুঝতেসি না রে ভাই। লাক্স ওয়ালারা বাদ ও দেয় না ওরে। প্রত্যেক রাউন্ডে এক নাম্বারের জন্য বাইচা যায়। এই রকম আর দুই একটা এপিসোড গেলে সিউর "সাহায্যের হাত বাড়িয়ে দিন" এ আমার ও একটা পোস্ট দিতে হইবো। অবস্থা করুন
(ভোটিং ডিটেইলস দিলাম না, আসলেই মসিবতে আসি, খালি দূঃক্ষের কথাটা জানাইলাম। বেশি খুশি, বেশি দূঃক্ষ, মসিবতে আমি পোস্ট না দিয়া থাকতে পারি না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


