দিনাতিপাত করি যেভাবে
সেখানে সংগীত জীবনের কুলীণ অর্থ আনে
যাপনে মনুষ্যজীবী এইযে যতদূর ঠাওরে আসে
তারও দূর অধরা নয় জীবনের সম্ভ্রান্তি,
জলের ভেতরে থেকে জল নই মাটি নই লতাগুল্মও
তুমি নও কেবল পাখি বৃক্ষ হাওয়া
বিভেদ বুঝতে পারি- আমি নই এম্নি আয়ুষ্কাল
জলের ভেতরে থেকে জল নই মাটি নই লতাগুল্মও
হদ্ দিয়ে রাখি- এই দূর ততদূর আমার জীবন
লতাগুল্ম পাখি- তাহাদেরও প্রাণ আছে শুনিয়েছে
লতাগুল্ম পাখি- তাহাদেরও সুর আছে সারেগামাপা
বিভেদ বুঝতে পেরে- তাহাদেরও শ্রুতিরে নিয়ে মানুষের সংগীত আসে
-এই দূর ততদূর মানব জীবন
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১০ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



