ভেতরবাড়ি পোড়েনা কখনো আগুনে, পাপ যে; আগুন শিখেছে হত্যা
আমি পুড়ে গেলে, তুমিও সে শেখোনা পোড়া
আমি চলে গেলে, শীতাতপ ঘরে যেওনা, করুণ ভিক্ষায়
ভেতরবাড়িতে ব্রাত্য মানুষ জমে মরে, ওখানে বাঁচেন কর্তা
আমি তানিয়া, এই নামে, ‘হা-মীমে’ আর পাঁজরভাঙ্গা গ্রামেতে চেনে সবাই
পদ্য লিখতে শিখেছি রুমালে, সুঁই-সুতোয়
তোমাকে জেনেছি পোষাক-শিল্পে, কারখানায়;
এই প্রেমে, মাপ করে দিও;
যদি চলে যাই তেমন ভেতরবাড়িতে, আর মৃত্যু নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



