কিছু ছবি যা কিনা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পূর্ব পুরুষের কথা।
কিছু ছবি যা কিনা আমায় অনুপ্রেরনা যোগায় আরো একটি লডাইয়ের।
আসলে আমি জানিনা ধর্ষিত বোনের লাশ হাতে নিয়ে ভাইয়ের হেঠে চলাতে কেমন অনুভূতি হ্য়,
ত্রিশ লাখ শহীদ আর তিন লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে প্রাপ্ত স্বধীনতায় কিছু শকুনের হাসিতে মনে হয় আমি এই স্বাধীন দেশে বারবার বলাৎকার হচ্ছি আর আমার মা ও বোনেরা প্রতিনিয়ত হারাচ্ছে তাদের ইজ্জত....।
সে সব শকুন আর হায়েনাদের যে তান্ডব আর দৃষ্টিভঙি তা স্বাধীনতা ৪২ বছর পরও দেখতে পাচ্ছি,
যাইহোক ছবিগুলো অনেকদিন যাবত ছিল আজ কপি পেস্ট করলাম,হ্য়ত বা গুগলে আরো অনেক বেশি আছে তবুও আপলোড করলাম।
ছবির নিছে ক্যাপশন দেওয়ার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে দেওয়া হ্য়নি
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯