somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

WeBs-DeN E-GoOdIeS এর মার্কিন পণ্যের নামে উচ্চদামে চাইনিজ মোবাইল,ট্যাবলেট,ল্যাপটপ বিক্রির প্রতারণা !!!

২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভাগা এই জাতি যখন বাজারে কমদামী নিম্নমানের চাইনিজ মোবাইল,ট্যাবলেট পিসি,আর ল্যাপটপের খপ্পরে পড়ে ধুঁকে ধুঁকে মরছিল,সামর্থ্য থাকার পর ও যখন হাজারো তরুণ ভালো ব্র্যান্ডের ভালো পন্য একটু বেশী দাম দিয়ে পাচ্ছিল না,তখন জাতির ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হল WeBs-DeN E-GoOdIeS INC. একটি মার্কিন কোম্পানি । তাদের ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছুই সুদূর আমেরিকায় । আমরা অভাগা দেশের জনগণ । তাই এত বড় একটা বিজনেস প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের আগে থেকে কিছুই জানা ছিল না। তো তারা যখন আসলো তখন টাকা সামান্য একটু বেশী দিয়ে হলেও তাদের প্রোডাক্ট কেনাটাই বুদ্ধিমানের কাজ ।

কয়েকদিন ধরে কম দামের ভেতর একটা চাইনিজ ট্যাবলেট নিয়ে ফেলব ভাবছিলাম । এক বড় ভাইয়ের সাথে কথায় কথায় ইচ্ছার কথা জানাতেই তিনি এই কোম্পানির কথা জানালেন । উপরের কথাগুলোই শুনেছিলাম তার কাছ থেকে । সম্ভবত আরো অনেকেই এমনটা ভাবে । যাই হোক । বড় ভাই থেকে নিলাম তাদের ফেসবুক ফ্যান প্যাজের ঠিকানা । https://www.facebook.com/websdenegoodies
তাদের কয়েকটা পোষ্ট পড়ার পর এক জায়গায় তাদের পেইজ এডমিনের রিপ্লাই তে চোখ আটকে যায় । তার পোষ্টের প্রথমাংশের সাথে একমত হলেও তাকে রিপ্লাই দিব ভাবছিলাম বাংলাদেশে ব্যাবসা করতে আসলে এসব মেনে নিয়েই ব্যাবসা করতে হবে । কিন্তু তার পুরো রিপ্লাই টা পড়ে কেমন যেন মাথাব্যাথা করে উঠলো । কেমন একটা হামবড়া ভাব । অনেক বড়সড় একটা কোম্পানি । কিন্তু এত বড় একটা কোম্পানির ফেইসবুক পেইজ এডমিন হিসেবে নিশ্চয়ই কোম্পানির মালিক নিজে বসে নেই । কাউকে চাকরিতে বসিয়ে রেখেছে । তার উপর এডমিনের আরো কয়েকটা রিপ্লাই পড়ে এডমিন বাংলা বুঝে না । বাংলাদেশে তাদের ডিলারের পেইজের লিঙ্ক দিচ্ছে । বাংলা কে এলিয়েন ল্যাঙ্গুয়েজ ও বলল কয়েক জায়গায় । খটকা টা এখানেই । কাস্টমার কেয়ারে মানুষের প্রশ্নের উত্তর দিতে যাকে দ্বায়িত্ব দিবে এত বড় একটা কোম্পানি ,সেই ব্যাটার স্যার স্যার করতে মুখে পানি তুলে ফেলা উচিত । উল্টাপাল্টা কমেন্টের জবাব উল্টাপাল্টা ভাবে না দিয়ে কমেন্ট টা ডিলিট করে দেয়া উচিৎ । আর কোন দেশী বিদেশী বড় কোম্পানির পেইজ এডমিন কে এত টা রাফ ভাষায় জবাব দিতে দেখিনি ।


দাম বেশী কেন এমন প্রায় সব কমেন্টের জবাবেই তারা বলছিল বাংলাদেশের দুর্নীতি বাজ কাস্টম অফিসার দের কারণে তারা আমেরিকা থেকে বাংলাদেশীদের জন্যে কমদামে পণ্য দিতে চাইলেও পারছে না । তারা কোন চাইনিজ কোম্পানি না ।
যাই হোক আগ্রহ হল তাদের ব্যাপারে একটু জানার । কত বড় কোম্পানি তারা একটু দেখার । মনোযোগ দিয়ে পড়লাম তাদের সম্পর্কে । প্রথমেই লেখা
WEBS-DEN E-GOODIES INC. is an established manufacturer of world class tablet pcs,netbooks,netbooks,nettops & laptops
এতই established manufacturer যে আমার মত নাদান পোলার তাদের ব্যাপারে না জানাটাই স্বাভাবিক । যাই হোক ,আরেকটু পড়লাম ।
WEBS-DEN E-GOODIES INC. is a sister company of WeBs-DeN HoSt Ltd । ভালো , একটা হোস্টিং কোম্পানি এত বড় একটা মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ কোম্পানির জন্ম দিয়ে দিল ?
একটু আগ্রহ নিয়ে গেলাম WeBs-DeN HoSt Ltd এর ওয়েব সাইটে http://www.webs-den.com । অবাক হতে হল সস্তা ডিজাইন/ ট্যামপ্লেট দেখে । আরো অবাক হলাম তাদের ক্লায়েন্ট লিস্টের তালিকায় আমাদের ব্র্যাক ব্যাঙ্ক কে দেখে । বড় ভাইয়ের এক সময় ব্যাঙ্কে চাকরীর সুবাধে ভালোভাবেই জানি ব্র্যাঙ্ক ব্যাঙ্কের ওয়েব ডিজাইন থেকে শুরু করে সব কিছুর জন্য নিজেদের আলাদা টীম আছে ।তাছাড়া ব্র্যাক ব্যাঙ্কের ফুটারেও দেখতে পারবেন ওয়েব সাইট টি কারা ডেভেলাপ করেছে । চেক করতে পারেন ব্র্যাকের নেম সার্ভার ।



সন্দেহ হল এই ওয়েব সাইটের মালিক বাংলাদেশী । তাদের মোবাইল , ট্যাবলেট, ল্যাপটপ কোম্পানির ওয়েব সাইটে http://www.websdenegoodies.com ঢুকেও হতাশ । কাঁচা হাতের কাজ । আধা ঘণ্টায় এর চেয়ে ভালো ওয়েব সাইট বানানো সম্ভব । বিভিন্ন লিঙ্ক ই কাজ করেনা । একটা মার্কিন এত বড় মোবাইল , ট্যাবলেট, ল্যাপটপ কোম্পানির ওয়েব সাইট এমন ? ঢুকলাম তাদের বাংলাদেশী ডিলারের সাইটে http://axiata-iway.com
অর্থাৎ তাদের কোম্পানির গঠন হয় প্রথমে http://www.webs-den.com, তারপর তারা শুরু করে মোবাইল বিজেনেস http://www.websdenegoodies.com , আর তাদের ডিলার শুধুমাত্র বাংলাদেশে আছে http://axiata-iway.com (যা নাকি রবি আজিয়াতা গ্রুপের সাথে সম্মিলিত প্রচেষ্টায় খোলা )।
চেক করে দেখলাম তাদের তিনটি ওয়েব সাইটের who is info । প্রাইভেসি লক করা না থাকলে আপনি who is info এর মাধ্যমে জানতে পারবেন একটি ওয়েব সাইটের মালিক কে এবং তার মেইল এড্রেস । ভাগ্যক্রমে তিনটির ভেতর একটির (http://www.websdenegoodies.com) ইনফো লক করা নেই । http://www.websdenegoodies.com এর রেজিস্ট্রেশন তারিখ 09 Apr 2012 । কোম্পানির প্রতিষ্ঠা হয় 23rd September 2011 । একটা আন্তর্জাতিক মানের কোম্পানি বর্তমানে কখনই প্রতিষ্ঠার এতদিন পর ডোমেইন রেজিস্টার করে না ।
যাই হোক , ডোমেইন মালিকের নাম দেখলাম David Richard । কিন্তু হায় হায় । তার ইমেইল এড্রেস [email protected] । ডেভিড সাহেবের ইমেইল আরিয়ান দিয়ে ? একথা দেখার পর আর কারো সন্দেহ থাকে ?


আপনারাও যে কোন হু ইজ ইনফো চেকার দিয়ে চেক করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন । আজকের পর তারা এটি চেঞ্জ করে দিতেও পারে । আমি চেক করেছি Click This Link থেকে । এবার দেখলাম তাদের ওয়েবসাইটের কি ওয়ার্ড । এখানে দিলাম তাদের কি ওয়ার্ড লিস্ট
cheap tabet pc in bd,cheap tablet pc in bangladesh,cheapest tablet pc in bd,cheapest tablet pc,cheapest tablet pc in bangladesh,wholesale tablet pc,cheapest android tablet pcs,cheapest windows tablet
প্রায় সব বাংলাদেশ ! তারা কি আমেরিকায় কারখানা খুলে বসেছে শুধুমাত্র বাংলাদেশী দের জন্য ? তাহলে বাংলাদেশীদের তারা কথায় কথায় বলে ক্যান আপনাদের এখানে থাকা সম্ভব হবে না যদি আপনারা সব সময় এভাবে কমদামে প্রোডাক্ট চান , আমাদের অত ঠ্যাকা পড়ে নাই ।
গেলাম তাদের ফেসবুক ফ্যান পেজের একেবারে তলা পর্যন্ত । ফ্যান পেজ খোলা হয় নভেম্বর ১০,২০১১ । তাদের ফ্যান পেইজ থেকে প্রথম পোষ্ট দেয়া হয় নভেম্বর ১১, ২০১১ তে । এবং সেই পন্যের দাম দেয়া হয় বাংলাদেশী টাকায় । প্রথমে মনে হয় তারা মার্কিন কোম্পানি সাজার প্রয়োজন বোধ করে নি ।


আর তাদের আমেরিকান/বিদেশী মোবাইল নাম্বার ? এ ধরণের নাম্বার আপনি দেশে বসেও ফ্রি তে পেতে পারেন । আপনার পিসি,ল্যাপটপ অথবা এন্ড্রয়েড মোবাইল/ আইফোনে ব্যাবহার করতে পারেন খুব সহজেই । যারা এ ব্যাপারে জানেন না তারা গুগলে একটু সার্চ দিলেই পাবেন । আমি হাজারো ওয়েব সাইট থেকে শুধুমাত্র একটা ওয়েব সাইটের লিঙ্ক দিলাম এখানে । http://www.minutes.ws/usphone/

আর তাদের আমেরিকান এড্রেস ? এ ধরনের আমেরিকান এড্রেস ও কিনতে পারবেন খুব অল্প খরচে । http://www.myaddressus.com/ এ ধরনের একটি সাইট । আরো হাজারো সাইট আছে ।

এছাড়াও আমি রবির অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেইজে যোগাযোগ করে জানতে চাই http://axiata-iway.com এর সাথে তাদের কোন প্রকার সম্পর্ক আছে নাকি । তারা আমাকে নিশ্চিত করে জানায় যে ,নেই । এবং সে ব্যাপারটি তার ঊর্ধ্বতন কর্মকর্তা দের গোচরে আনবে ।

বাংলাদেশী ক্রেতাদের তারা উৎসাহিত করে বিকাশ অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবার । আমি জানিনা টাকা পাঠিয়ে দেবার পর ও ওরা পণ্য দেয় কিনা । ওদের গত বছরের কিছু ফ্যান পেজ এর পোস্ট দেখে মনে হল দেয় না । এবং এ ব্যাপারেও তারা বাংলাদেশের কাস্টম কে দোষারোপ করছে ।

এবার আপনারাই বলুন WeBs-DeN E-GoOdIeS INC. নামের এই ভুয়া মার্কিন কোম্পানি , যারা আসলে বেশী দামে নিম্ন মানের চাইনিজ পণ্যই বিক্রি করছে তাদের বিরুদ্ধে কি ব্যাবস্থা নেয়া উচিৎ ? ব্যাপারটি কার নজরে আনলে চোর গুলোকে ধরা সম্ভব হবে ? এর আগে এই ধরনের একটি ব্যাপারে র‍্যাবের সাহায্য চেয়েছিলাম এবং তারা আমাকে প্রথমে মামলা করতে বলে । এবারো সম্ভবত এমন টিই বলবে । যাদের ক্ষমতা আছে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার তারা কেউ লেখাটি পড়লে এগিয়ে আসবেন আশা করি ।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিভাবে বুঝবেন ভুল নারীর পিছনে জীবন নষ্ট করছেন? - ফ্রি এটেনশন ও বেটা অরবিটাল এর আসল রহস্য

লিখেছেন সাজ্জাদ হোসেন বাংলাদেশ, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৩৪

ফ্রি এটেনশন না দেয়া এবং বেটা অরবিটার


(ভার্সিটির দ্বিতীয়-চতুর্থ বর্ষের ছেলেরা যেসব প্রবলেম নিয়ে টেক্সট দেয়, তার মধ্যে এই সমস্যা খুব বেশী থাকে। গত বছর থেকে এখন পর্যন্ত কমসে কম... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৪২


আমারা সম্পর্কে বাঁচি সম্পর্কে জড়িয়ে জীবন কে সুখ বা দুঃখে বিলীন করি । সম্পর্ক আছে বলে জীবনে এত গল্প সৃষ্টি হয় । কিন্তু
কিছু সম্পর্কে আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৩৭

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৫১




ছবি-মেয়ে ও পাশের জন আমার ভাই এর ছোট ছেলে। আমার মেয়ে যেখাবে যাবে যা করবে ভাইপোরও তাই করতে হবে।


এখন সবখানে শুধু গাছ নিয়ে আলোচনা। ট্রেনিং আসছি... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের এই দিনে

লিখেছেন প্রামানিক, ০১ লা মে, ২০২৪ বিকাল ৫:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

আজ মে মাসের এক তারিখ অর্থাৎ মে দিবস। ১৯৭১ সালের মে মাসের এই দিনটির কথা মনে পড়লে এখনো গা শিউরে উঠে। এই দিনে আমার গ্রামের... ...বাকিটুকু পড়ুন

হুজুররা প্রেমিক হলে বাংলাদেশ বদলে যাবে

লিখেছেন মিশু মিলন, ০১ লা মে, ২০২৪ রাত ৯:২০



তখন প্রথম বর্ষের ছাত্র। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের আরেক বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গেছি মৌচাক মার্কেটের পিছনে, আনারকলি মার্কেটের সামনের ক্রাফটের দোকানগুলোতে। একটা নারীর ভাস্কর্য দেখে আমার... ...বাকিটুকু পড়ুন

×