স্বপ্নের দেশ

আমার স্বপ্নের দেশ,
তোমার মাঠ সবুজ-শ্যামল,
তোমার নদী-সাগর নীল-উজ্জ্বল,
তোমার পাহাড়-পর্বত সুউচ্চ।
তোমার মানুষ প্রাণবন্ত,
তোমার কৃষক-শ্রমিক-মজুর
তোমার দেশ গড়ার জন্য
অক্লান্ত পরিশ্রম করে।
তোমার ঐতিহ্য-সংস্কৃতি সমৃদ্ধ,
তোমার ইতিহাস-ঐতিহাসিক স্থান
তোমার দেশকে করেছে অনন্য,
তোমার দেশকে করেছে গর্বিত।
আমার স্বপ্নের দেশ,
তোমার জন্য আমার ভালোবাসা
তোমার জন্য আমার আবেগ
তোমার জন্য আমার প্রাণ। বাকিটুকু পড়ুন
১ টি
মন্তব্য ১৯ বার পঠিত ১



