৬ বছর আগে খুব কেঁদেছিলাম ব্রাজিল বিশশ্বকাপ থেকে বাদ পড়ার পর।
আজো কাঁদলাম ২ রানের আক্ষেপে।
মুশফিক, সাকিব, নাসির, আনামুল, আবুলদের কান্না ১৬ কোটি মানুষ কে কাঁদিয়েছে।
আমরা জিততে পারিনি ঠিক কিন্তু হারিনি।
শেষ পর্যন্ত লড়াই করে গেছি।
রবি ঠাকুর তুমি বলেছিলে 'সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙ্গালী করে, মানুষ করনি'।
তুমি সেদিন ভুল বলেছিলে।
আজ এসে দেখে যাও, বাংলা মা শুধু আমাদের বাঙ্গালীই করেনি মানুষও করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




