আমি ব্লগ পাঠক হিসাবে যতট সাচ্ছন্দ বোধ করি, লেখক ব্লগ লেখক হিসাবে ঠিক ততটাই অসাচ্ছন্দ । কিন্তু কিছুটা অস্বস্তি নিয়েই আজ লিখতে বসা । সামুর নিয়মিত পাঠক হিসাবে , Deutsche Welle (DW) আর ইত্তেফাকেরও নিয়মিত পাঠক। ইত্তেফাকের সাইটে "Facebook Recent Activity" , এই নিয়ে লিখতে বসা ।
খবর ১ : এক রাতের জন্য ১ মিলিয়ন ডলার!
প্রকাশকাল : ১৩ ডিসেম্বর, ২০১৪ ইং ১৮:৫৫ মিঃ
খবর ২ : ১০০ পুরুষের সঙ্গে সানি
প্রকাশকাল : ২৩ ডিসেম্বর, ২০১৪ ইং ১৮:২৫ মিঃ
খবর খবরই...এই নিয়ে বেশি কিছু বলার নেই । আর ইত্তেফাকের মত প্রথম সারির জাতীয় দৈনিকে সব রকমের খবর থাকেব , এটাই সাধারন । আজ ২০শে মার্চ, ২০১৫। ১৩ ডিসেম্বর অথবা ২৩ ডিসেম্বর থেকে আজ, ৩ মাসের বেশি সময় । কিন্তু ইত্তেফাকের মত একটি দায়িত্বশীল দৈনিকের "Facebook Recent Activity" তে ৩ মাস পুরানো খবর দেখেত হয়, তাও আবার র্পনস্টারদের প্রচারনা মুলক...পত্রিকার খবর পরিবেশনের দায়িত্ব ও রুচি নিয়ে খানিকটা দ্বিধা হয়। ব্যপারটা আজ মাস ২ থেকে লক্ষ্য করছিলাম । এরমাঝে অনেক খবর "Facebook Recent Activity" তে আসে যায়, কিন্তু এই দুই খবরের মত স্টিকি হয় না । "Facebook Recent Activity" এই বক্সটা অটোমেটেড হতে পারে। পাঠক যে খবর বেশি ক্লিক করবে, সবচেয়ে বেশি ক্লিক করা খবর "Facebook Recent Activity" বক্সে আসবে । ব্যাপার যাই হোক, খবর পরিবেশনের দায়িত্ব কিন্তু ইত্তেফাকের, যেহেতু সাইটা তাদের । আশা করি ইত্তেফাক আরও দায়িত্বশীল হবে ।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



