প্রিয় ধলা পাহাড়,
সম্প্রতি তোমার বোনের অপ্রত্যাশিত পরিণতির কথা শুনে আমি খুবই মমর্াহত। তোমাকে সান্তনা জানাবার ভাষা আমার নেই। মানুষ জাতিটা বড়ই নিষ্ঠুর। বড়ই স্বার্থপর। তোমার বোনের মত এত সুন্দরী একটা পাহাড়কে কেটে কেটে টুকরো করেছে নিজেদের বাসস্থনের প্রয়োজনে।তোমাদের প্রয়োজনীয়তা তাদের কাছে তুচ্ছ।অথচ এইভাবে তোমাদের ধ্বংস করে চললে ভবিষ্যতে পৃথিবীর চরম পরিণতি কি হবে তা তদের জানা নেই।
তোমার পাদদেশে আমার সেই ছোট্ট গ্রামটার কথা প্রায়ই মনে পড়ে।নিজের কোলে বেষ্টন করে রেখেছো গ্রামবাসীকে। বিপদে আশ্রয় দিয়েছো।গ্রামবাসীর অন্নের ব্যবস্থা করেছো।তোমার শরীরটাকে খুদে ফসল ফলিয়ে বেচে আছে এই জনপদ।
আম্মু বকা দিলে কিংবা পরীক্ষার রেজালট খারাপ হলে অথবা কোন কারণে মন খারাপ হলে তোমার কোলে আশ্রয় নিয়েছি কতবার। পরম যত্নে তুমি আবদ্ধ করেছো এক অদৃশ্য মায়াজালে। তোমার চূড়ায় উঠে সুদূর সমুদ্রের দিকে তাকিয়ে থেকেছি।মিষ্টি বাতাসের ঝাপটা লেগে এক অজানা অনুভূ তি সৃষ্টি হত গায়ে। বাতাসের সাথে তাল মিলিয়ে তোমারই গাত্রে বেড়ে উঠা বৃক্ষাদি নিয়ে গান শুনিয়েছো প্রাকৃতিক কনেঠ।
মেঘ তোমার পরম শত্রু। কতবার ঝগড়া করে নিরবে চোখের জল ফেলেছো।আমরাও কম কষ্ট পাইনি। মাঝে মাঝে বন্যা হলে আমরা তোমার কোলে আশ্রয় নিতাম। অনাদরে কোনদিন ছুড়ে ফেলে দাওনি।
সেই তুমি আজ কেমন আছো জানিনা।কিন্তু এখনও তোমার মায়াভরা ছবিখান দেখতে পাই মনের গভীরে..............
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



