সে এক মাহেন্দ্র ক্ষন
মধ্যরাত্রি, রক্তকণায় লৌহের অগ্নিগর্জন
দব করে জ্বলে ওঠে নিবে যাই ...
অলৌকিক মন্ত্রের বলে তিনি জাগিয়ে ছিলেন, মৃত লক্ষিন্দর
ভেনামপাত্রসম এই আমি, দাড়াঁতে শিখেছে
কেবল মাত্র। প্রবল ইচ্ছেগুলো তাহার শ্বশানঘাঠে
ভাসছে এবং ডুবছে। স্বপ্নভেলায় স্রোতের উজান যাচ্ছে
কামরূপবাসিনী এক বেহুলা কামিশ্বরী...
স্মৃতি ও মৃত্যু, সহযাত্রী
আমার মরণের আছে বাকি, ও-বিষ নামিস ধীরে ধীরে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



