কিছু জোকস ১৮+ এবং কিছু জোকস ১৮-। কমন পড়লে আমার কুনো দুস নাই।
ছেলেরা খুব সুন্দরী মেয়ে দেখলে সহজেই প্রেমে পড়ে কিন্তু বেশিরভাগ ছেলেই তা প্রকাশ করেনা।
>মেয়েরা একটু উনিশ-বিশ হলেই মন খারাপ করে এবং বেশিরভাগ মেয়ে কান্না করে
ছেলেরা ভালোবাসার "কোয়ালিটি"র ব্যাপারে যত্নবান
>মেয়েরা ভালোবাসার ক্ষেত্রে "কোয়ানটিটি"র ব্যাপারে যত্নবান
বেশিরভাগ ছেলেরা "ভুলে যেতে পারে" কিন্তু অপরাধ "ক্ষমা করতে পারেনা"
>বেশিরভাগ মেয়েরা অপরাধ "ক্ষমা করতে পারে" কিন্তু "ভুলে যেতে পারেনা"
খুব কম ক্ষেত্রেই ছেলেরা "ফ্রেণ্ড রিকোয়েস্ট" রিজেক্ট করে
>খুব কম ক্ষেত্রেই মেয়েরা "ফ্রেণ্ড রিকোয়েস্ট" একসেপ্ট করে; এটা ওদের এক ধরনের পাওয়ার আর কি!
================================
দুই বন্ধুতে কথা হচ্ছে—
প্রথম বন্ধু: আমি আর আমার স্ত্রী জীবনের ২০টি বছর সুখী জীবনযাপন করেছি।
দ্বিতীয় বন্ধু: তারপর?
প্রথম বন্ধু: তারপর একদিন….আমাদের দুজনের দেখা হলো!
===============================
স্বামী: ও গো শুনছ, একটু পর আমার একজন বন্ধু আসবে।
স্ত্রী: গাধা, বোকার হদ্দ কোথাকার, করেছ কী? দেখো না ঘরের কী অবস্থা? ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু ঘরজুড়ে সব ছড়িয়ে-ছিটিয়ে আছে।
স্বামী: এই জন্যই তো ওকে আসতে বলেছি। গর্দভটা বিয়ে করার কথা ভাবছে!
===============================
ডাক্তার: চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।
কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।
ডাক্তার: কী অবস্থা আপনার চাচার?
রোগীর আত্মীয়: খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!
===============================
শিক্ষক: বলত ইমন, পরীক্ষার হলে উত্তরপত্রে সবার আগে কী লেখা উচিত?
ইমন: ‘এই উত্তরপত্রে সমস্ত লেখা কাল্পনিক। কোনো বইয়ের সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়!’
===============================
পরিচালক: এই দৃশ্যটার জন্য তোমাকে ৫০ ফুট ওপর থেকে একটা সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়তে হবে।
নায়ক: কিন্তু আমি তো সাঁতার জানি না!
পরিচালক: ভয় নেই, সুইমিং পুলে পানি থাকবে না!
===============================
তিনজন মহিলা এক জায়গায় বসে তাদের স্বামীকে নিয়ে গর্বভরে গল্প করতেছে…
১ম জনঃ আমার স্বামী একজন চেম্পিয়ান গলফারের মত। সে গত বিশ বছরধরে বিছানায় একই stroke আমাকে আদর করতেছে।
২য় জনঃ আমার স্বামী চেম্পিয়ান কার রেইসারের মত। সে যখন আমাকে আদর করে তখন কিছুক্ষণ পরপরই তার স্পিড বাড়িয়ে দেয়।
৩য় মহিলা চুপ করে ছিলেন। অন্য দুজন তাকে বললঃ আর আপনার?
কিছুক্ষণ ভাবার পর ৩য় জন বললঃ আমার স্বামী অলিম্পিকে 400মিঃ সোনাজয়ী দৌড়বিদের মত।
অন্য দুজনঃ কিভাবে?
৩য় জনঃ সে প্রতিদিনই ৪০ সেকেন্ডের কম সময় নেয়!
===============================
পুলিশ নাইট ক্লাবে হানা দিয়ে তিন মহিলার সাথে হোটেলের ম্যানেজারকেও(ছেলে) গ্রেপ্তার করে আদালতে চালান করে দিল।
বিচার শুরু হলে জজ মেয়েদের প্রফেশন লাইফ সম্পর্কে প্রশ্ন করে রায় দিচ্ছেন-
প্রথম মেয়ে: স্যার, আমি একজন মডেল।
জজ তাকে তিন মাসের জেল দিলেন।
দ্বিতীয়মেয়ে: স্যার, আমি একজন অভিনেত্রী।
জজ তাকেও তিন মাসের দন্ড দিলেন।
তৃতীয় মেয়ে: স্যার, আমি কলগার্ল।
জজ তাকে বেকসুর খালাস দিলেন।
এবার জজ ম্যানেজারের দিকে তাকিয়ে- তা তোমার পেশা কি?
ম্যানেজারের উত্তর: স্যার আমিও কলগার্ল।
===============================
শিক্ষকঃ জনি, তুমি বড্ড বেশিকথা বল।
জনিঃ কিচ্ছু করার নাই! এইটা আমাগো ফ্যামিলী ট্রেডিশন!
শিক্ষকঃ মানে?
জনিঃ মানে খুবই সোজা; আমার দাদায় ছিল ফেরিওয়ালা, বাপে শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে
শিক্ষক টাশকি খেয়েঃ আর বোন?
… জনি মুচকি হেসেঃ
¡
¡
¡
¡
¡
¡
¡
¡
¡
“আরেহ! উনি তো একজন মহিলা !
===============================
একজন মহিলা ২ সপ্তাহের জন্য ইটালি যাবেন কোম্পানি ট্রেনিং এ। তার স্বামী তাকে এয়ারপোর্টে পৌছে দিলেন এবং তার শুভযাত্রা কামনা করলেন। তার স্ত্রী ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলেন "তোমার জন্য কি আনব?"
উত্তরে তার স্বামী হেসে বললেন "একজন ইটালী মেয়ে"
স্ত্রী কিছু না বলে চলে গেলেন। ২ সপ্তাহ পরে তার স্বামী আসলেন তাকে রিসিভ করতে। তিনি জিজ্ঞেস করলেন "যাত্রা কেমন হল?"
"চমৎকার। ধন্যবাদ" উত্তর দিলেন তার স্ত্রী।
"আমার উপহার এর কি হল?" জিজ্ঞেস করলেন স্বামী।
স্ত্রী বললেন"কোন উপহার?"
"ঐ যে আমি একটা ইটালীয়ান মেয়ে চেয়েছিলাম..." বললেন স্বামী
"ওহ, ঐটা...আমি যা পেরেছি করেছি...কিন্তু মেয়ে কিনা তা জানতে ৯ মাস অপেক্ষা করতে হবে।"
================================
মিশন: কাঁসার থালা–বাটি
বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন
J K and Our liberation war১৯৭১


জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
এবার ইউনুসের ২১শে অগাষ্ঠ ২০০৪ এর গ্রেনেড হামলার তদন্ত করা উচিৎ
২০০৪ সালের ২১ শে অগাষ্ঠে গ্রেনেড হামলার কারন হিসাবে বলা হয়েছিল , হাসিনা নাকি ভ্যানেটি ব্যাগে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ
কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত?
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে—
“র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।