কি পরিমান ভাল যে লাগতাছে তার কোন ভাষা আমার কাছে নেই…মনেহয় ভাযার জন্য আরেকটা ২১ ঘইটা যাইব
অবশেষে অবিবাহিত/Single স্টাটাসের অপমৃত্যু ঘটতাছে
ভাবতেই পানি এসে যায়...........
চোখে
(হিন্দি পিলিম “পার্টনার” এর গোবিন্দ দাদার মত )
আমার যে বিয়ার বয়স হইছে আব্বা আম্মা অবশেষে বুঝছে :!> :#> …সবুরে বিয়া ফলে
আসল ঘটনাটা খুইলাই কই (এখন ঘটনা খুলব মাইনে বলব, অন্যকিছু খুলনের ইচ্ছানাই তবে সময় সুযোগ মত :!> :#> …খুলব) বিশেষ গোপন সংবাদদাতার মাধ্যমে জানতে পারলাম আব্বা আম্মার দাদা দাদি হওনের শখ প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে
কিন্তু আপচুচ বিশেষ গোপন সংবাদদাতা ঘটনা পরবর্তী সংবাদ জানেন না… তাই জানাতেও পারেনি।
সমস্যা হইল অন্যখানে যতদূর বুঝতাছি বর্তমান চাকরিতে থাকলে আমার বিয়ের সম্ভাবনা 0%
কিন্তু আমার আব্বারে কে বুঝাইবে আমার খালি সময় আর সময় :!> :#> আর কত শীতের রাইত কাটব বৌ ছাড়া
কত দূর আর কত দূর আমার বিয়া
গজনোট : এই ঘটনা আমার আব্বার জীবনে ১ম বার ঘটল ….মানে নাতি/নাতনির মাকে দেখতে যাওয়া…
নিজের ঢোল
আমার বিয়ার ১ম প্রস্তাব আসে ১৮ বছর বয়সে…এরপর থাইক্কা ননস্টপ আইতাছে তো আইতাছেই, খালি আব্বা আম্মার কথা পুলার বিয়ের বয়স হয় নাই
বিশেষ করে মেয়ে মানুষে এলার্জি আছে
১) তাদের দিকে তাকাই না (চোখের সমস্যা রোগের নাম চক্ষুলজ্জা) যদি লুল পোলা মনেকরে!
২) কোন যানবাহনে উঠলে মাইর খাইতে রাজি তবুও মেয়েদের শরীরের সাথে শরীর লাগাতে রাজি নই সেই ইউনি লাইফ থেকে দেখে আসছি বন্ধুরা সবাই এই লাগা লাগিতে ব্যাপুক মজা পাই, কিন্তু আমি লইজ্জা পাই আমার এই বিষয় টা নিয়া বন্ধু মহলে হাসাহাসি হত এমন কি আমাকে **** বলেও উপহাস করত, বলত “শালা মাইয়াগো গায়ে লাগলে কি গোশত পইচ্যা যাইব”(অনেকে হয়ত বলবেন চাঁপামিয়া হাজির কিন্তু আমার যারা কোন সময় সহযাত্রী ছিল তারা জানে, পুলাডা খ্রাপ না)
একখান দুঃখের কতা
আমার আর একখান দুঃখ শুনেছি প্রফেসর সাহেবের ৩ টা মেয়ে, ইস যদি আর একখান মেয়ে থাকত!!
তাইলে আমরা ৪ ভাই তেনারা ৪ বোন ৪+৪= ৪ হইত !!!
সবই নিজেরা নিজেরা
বিশেষ গোপন সংবাদদাতা- ছোট ভাই
জীবনের লক্ষ্য “বিয়া করমু তয় আব্বা আম্মার পছন্দে”
সবাই আমার লাইগ্যা দোয়া পিলাস দান খয়রাত করিয়েন যাতে দ্রুত একখান নতুন চাকরি পিলাছ আন্নেগো ভাবিরে পাই :!> :#>
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




