আমি একজন নিরপেক্ষ মানুষ। কোন দল বা মতের সাথে নাই। কিন্তু তারপর ও ভোট দিতে হয়।অবশ্যই যোগ্য প্রার্থিকে। গত প্রায় ২০ বছর ধরে ভোট দেই নাই। কারন ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই। হয়তোবা আমার ভোটটা কেউ দিয়ে দিয়েছে।
এবার আমার কাছে জামায়াত ইসলামীর একজন ভোট দিতে বলেছিল। আমি বলেছি কেন্দ্রে যাওয়ার ভাড়া টা দেন। আমার কোন লাভ নাই , স্বার্থ ও নেই ভোট দিয়ে। তাহলে ভোট কারে দিব।
যেই ক্ষমতায় যাবে সেই চুরি করতে বাধ্য। আর গদির আরাম তো আছে। যেখানে আমেরিকার মতো দেশে চুরি, ডাকাতি, ঘুষ প্রচলিত আছে। তাহলে আমাদের দেশ তো এটার স্বর্গরাজ্য।
আর নারীর কথা বললে সৌদি আরব তো নারীর স্বাধীনতা পুরোপুরি দিয়ে দিয়েছে। ব্যান্ড দল থেকে বিশ্বসুন্দরী। সবখানেই আছে তারা।
তাহলে ভোট দিয়ে লাভ কি?
জেন জে খুব লাফ্ফইল সংস্কার। হাহাহা সংস্বার।
ডঃ ইউনুস সাহেব বললো আমি বিশ্ব খেলোয়ার।
সব শেষ। আছে মুলা।
বিএনপি তো তাদের চেহারা দেখিয়ে দিছে।
জামাত লাফ্ফাচ্ছে। আফগানকে দেখে। কিন্তু সবচেয়ে বেশি আফিম চাষ হচ্ছে আফগানে।
তাহলে ভোট কারে দিব?
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


